এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বিজেপি কর্মীদের একঘরে করে দেবার ডাক তৃণমূলের? তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে

এবার বিজেপি কর্মীদের একঘরে করে দেবার ডাক তৃণমূলের? তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে তীব্র অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। বারবার বিজেপি কর্মীদের মারধর ও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকক্ষেত্রে প্রাণ বাঁচাতে বিজেপি কর্মীরা ঘরছাড়া, ঘরে ফিরতে হলে তাদের কাছে বিরাট অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে বলেও, অভিযোগ উঠেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই পরিস্থিতিতে মেদিনীপুরে বিজেপি কর্মীদের সামাজিক বয়কট বা একঘরে করে দেওয়ার নির্দেশ দিল তৃণমূল। এই বিষয়ে একটি লিফলেট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।

কেশপুরের মহিষদা অঞ্চলে সম্প্রতি এই ধরনের লিফলেট পাওয়া গেছে, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এই লিফলেটের উপর মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কথাটি লেখা আছে। বেশকিছু বিজেপি কর্মী ও কিছু সিপিএম কর্মীর নাম লেখা হয়েছে এখানে। উল্লেখিত ব্যক্তিরা স্থানীয় দোকান থেকে জিনিস কিনতে পারবেন না। চা বিক্রেতাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, এই ব্যক্তিদের চা দেওয়া চলবেনা। তৃণমূলের অনুমতি ছাড়া কোন দোকানদার এদের দ্রব্য বিক্রি করলে, তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত কেশপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল। তবে, এখানকার ১৭৬ নম্বর ও ১৭৯ নম্বর বুথে তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে গেছে বিজেপি। এই কারণে তৃণমূলের রোষের মুখে পড়েছেন বিজেপি কর্মীরা, এমন অভিযোগ উঠেছে একাধিকবার। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব বক্তব্য রাখেন। কারণ, দেবের নিজের গ্রাম হল কেশপুর।

সোশ্যাল মিডিয়াতে অভিনেতা জানালেন, ব্যক্তিগতভাবে তিনি দলের সঙ্গে কথা বলেছেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাদের পক্ষ থেকে এই ধরেন কোন লিফলেট বিলি করা হয়নি। তবে, দেবের এই বিবৃতিকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন বিরোধী শিবির। বিরোধীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, তৃণমূলের নামে বদনাম করতে বিজেপির পক্ষ থেকেই এই ধরনের কাজ করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!