এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার বিজেপি শিবিরে করোনা হানা, বিজেপি প্রার্থী ভোটের প্রাক্কালে জানালেন করোনা আক্রান্ত

এবার বিজেপি শিবিরে করোনা হানা, বিজেপি প্রার্থী ভোটের প্রাক্কালে জানালেন করোনা আক্রান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ এসে লেগেছে। বাংলাও সেই ঢেউ এড়াতে পারেনি। এদিকে বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। আজকেই অবশ্য শেষদফার নির্বাচন। নির্বাচনের কথা মাথায় রেখে একটা সময় বহাল তবিয়তে এরাজ্যের প্রতিটি রাজনৈতিক দল পথসভা, জনসভা, রোডশো, র‍্যালি করেছে। ফলস্বরূপ হুহু করে বেড়ে উঠেছে এ রাজ্যে করোনা। ছাড় পায়নি রাজ্যের সাধারণ মানুষের সাথে রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

ইতিমধ্যেই দেখা গেছে, মদন মিত্র ও বাবুল সুপ্রিয়র মতন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। আবার করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। আর এবার মালদা ইংলিশ বাজার বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই খবরটি মালদার ইংলিশ বাজার বিধানসভা আসনের বিজেপি প্রার্থী নিজেই ট্যুইট করে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা আক্রান্ত হবার পরে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে কলকাতায় নিয়ে এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে হাসপাতালের চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তিনি। আগের চেয়ে বেশ কিছুটা সুস্থ বোধ করছেন ইংলিশবাজারের বিজেপি প্রার্থী। আর এই খবর জানিয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী নিজেই। পাশাপাশি বিজেপি প্রার্থীর করোনা আক্রান্ত হওয়ার খবরে গেরুয়া শিবিরে চূড়ান্ত আতঙ্ক ভালোই ছড়িয়েছে।

রাজ্যজুড়ে করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। রাজনীতিবিদদের মধ্যে যারা এই ভোটে দাঁড়িয়েছেন বা প্রচারে গিয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগই করোনা আক্রান্ত হচ্ছেন বিগত বেশ কয়েকদিন ধরে। খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে মারাও গেছেন। রাজ্যের করোনা পরিস্থিতি এই মুহূর্তে চূড়ান্ত আতঙ্কজনক। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যের করোনা পরিস্থিতি এবং বিধানসভা নির্বাচন এই দুইয়ের মেলবন্ধনে সাধারণ মানুষের প্রাণ এই মুহূর্তে ওষ্ঠাগত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!