এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এবার বিজেপি স্লোগান না দেওয়ায় বড়সড় শাস্তি নাবালককে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

এবার বিজেপি স্লোগান না দেওয়ায় বড়সড় শাস্তি নাবালককে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা জুড়ে চলছে বিধানসভা নির্বাচনী লড়াই। আর এই লড়াইয়ে যোগ দিয়েছেন রাজ্যের সবকটি রাজনৈতিক দল। তবে তার মধ্যে যে দুই দলকে নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে, সে দুটি হল তৃণমূল এবং বিজেপি। রাজ্যে নির্বাচনী আবহাওয়ার সাথে তাল মিলিয়ে এই দুটি দলের স্লোগানও যে ব্যাপকভাবে শোনা যাচ্ছে তা অনস্বীকার্য।

তবে পরিস্থিতি বিভিন্ন জায়গাতেই বাড়াবাড়ি অবস্থায় পৌঁছে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। সেরকমই এবার শোনা গেল নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া অঞ্চলে। সূত্রের খবর, একজন নাবালক কিশোর বিজেপির স্লোগান বলতে রাজি না হওয়ায় তাঁর ওপর বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি তাঁর গায়ে গরম জল দেওয়া হয়েছে।

ঘটনাটি সামনে আসার পরেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এলাকার মানুষজন। সোমবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ায়। গুরুতর জখম ওই নাবালক কিশোরটিকে প্রথমে ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্র, পরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং তারও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার কথা সামনে আসতেই এলাকার মানুষ ব্যাপক প্রতিবাদে সরব হন। অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি তুলে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মানুষ। তাঁদের সাথে যোগ দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

বেশ কিছু সময় অবরোধ-বিক্ষোভ চলার পর পুলিশের উপস্থিতিতে এবং আশ্বাসে এই বিক্ষোভ ওঠে। তবে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক এবং অভিযুক্তর স্ত্রী নাবালক কিশোরকে মারধোর এবং গরম জল ঢালার ঘটনাটি স্বীকার করে নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালকের বাড়ি শান্তিপুর ফুলিয়াপাড়ায়। সে প্রতিদিনই প্রায় বাড়ি বাড়ি ঘুরে খাবার জোগাড় করে। এদিন দুপুরে ফুলিয়াপাড়া এলাকার একটি চায়ের দোকানে সে গিয়েছিলো। সে সময় চায়ের দোকানদার মহাদেব প্রামাণিক তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে বলেন যা বিজেপি স্লোগান বলে পরিচিত। কিন্তু ওই নাবালক কিশোরটি হঠাৎ করে তৃণমূলের স্লোগান বলে ওঠে। যার ফলস্বরূপ ব্যাপক রেগে যান ওই দোকানদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাগের বশে তিনি নাবালক গরম জল ঢেলে দেয়। এরপর ওই নাবালক যখন দৌড়ে পালাতে যায়, তখন ওই দোকানদার তাঁকে দৌড়ে গিয়ে ধরে ফেলেন এবং বেধড়ক মারধর করেন। মারধরের ফলে অসুস্থ হয়ে পড়ে নাবালক। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে অভিযুক্ত চায়ের দোকানদার মহাদেব প্রামাণিকের স্ত্রী মিঠু প্রামাণিক ওই এলাকার মহিলা মোর্চা মন্ডল সভাপতি বলে পরিচিত।

বিগত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে মহাদেব প্রামাণিক এলাকার পরিচিত বিজেপি কর্মী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তের স্ত্রী পাল্টা দাবি করেছেন, ওই নাবালক তাঁর স্বামীকে খেলা হবে স্লোগানটি বলতে বলে।

তখনই তাঁর স্বামী রেগে গিয়ে ঐ নাবালকের গায়ে গরম জল ঢেলে দেয় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার স্বামী তাঁকে ধরে একটি  চড় মেরেছেন। কিন্তু এলাকার কয়েকজন তাঁর স্বামীকে বেধড়ক মারধর করায় তাঁর স্বামী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তবে নাবালককে মারধোর করা অন্যায় বলে স্বীকার করেছেন ওই মহিলা মোর্চার মন্ডল সভাপতি।

এ ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই ক্ষেপে উঠেছে সাধারণ মানুষ। অন্যদিকে রাজ্যজুড়ে যখন নির্বাচনী তোড়জোড় তুঙ্গে, ঠিক সে সময় এরকম একটি ঘটনা গেরুয়া শিবিরের পক্ষে অত্যন্ত অস্বস্তিজনক বলে ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহলের অনেকেই। আপাতত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকেই থাকছে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!