এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > এবার বিজেপির অন্দর থেকেই বোমা ফাটালেন প্রাক্তন মন্ত্রী, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

এবার বিজেপির অন্দর থেকেই বোমা ফাটালেন প্রাক্তন মন্ত্রী, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের ঘরে যে আগুন লাগিয়েছিল গেরুয়া শিবির, এবার কি সেই আগুনে নিজের ঘর পুড়তে চলেছে বিজেপির? রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে এই নিয়ে। গতকালই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, আর তারপরেই একের পর এক জেলা জুড়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। আর এর মধ্যেই গেরুয়া শিবিরে থেকে বড়োসড়ো অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী গত ডিসেম্বরে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, তখন তাঁকে অনুসরণ করে অনেকেই তৃণমূল ছেড়েছিলেন।

সেরকমই একজন হলেন তৃণমূলের দীর্ঘদিনের নেতা তথা বাঁকুড়া জেলার তৎকালীন তৃণমূলের সহ-সভাপতি এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও রাতারাতি চলে গিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু ভোট কাছে আসতেই মনে করা হচ্ছে, তাঁর সমস্ত মোহভঙ্গ হয়েছে। যথারীতি এবারের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখা করতে এসেছিলেন দুর্গাপুর রেসিডেন্সিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, সাড়ে তিন কোটি টাকার টেন্ডারে বিজেপির প্রার্থী টিকিট বিক্রি হয়েছে।

খুব স্বাভাবিকভাবেই এই অভিযোগ সামনে আসায় রাজ্য রাজনীতিতে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। অন্যদিকে প্রশ্ন উঠেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি তাহলে পুরোনো দলে ফিরতে চাইছেন? তার উত্তরে প্রবীণ নেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অসুস্থ। তাই তাঁকে দেখতে এসেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিজেপিতে যোগ দিলেও তিনি এখনো পর্যন্ত তাঁদের সদস্য পদ গ্রহণ করেননি। এই অবস্থায় তিনি গেরুয়া শিবিরের ফাঁকফোকর ভালোই টের পেয়েছেন। অন্যদিকে রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের পর তুমুল গেরুয়া অন্তর্দ্বন্দ্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিঙ্গুরের মতন গুরুত্বপূর্ণ কেন্দ্রে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করায় ক্ষেপে উঠেছেন সেখানকার গেরুয়া শিবিরের একাংশ। ইতিমধ্যেই হুগলি সাংগঠনিক জেলা সহ-সভাপতি জেলা কার্যালয়ে বৈঠক করার সময় জানিয়ে দিয়েছেন, অবিলম্বে সিঙ্গুর থেকে যদি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের প্রার্থীপদ প্রত্যাহার না করা হয়, তাহলে তিনি এবং অন্যান্য মন্ডল সভাপতিরা সবাই মিলে বিজেপি থেকে পদত্যাগ করবেন এবং নির্দল প্রার্থীর হয়ে লড়বেন তাঁরা। পাশাপাশি উত্তরপাড়াতেও এবার শুরু হয়েছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব।

উত্তরপাড়ায় তৃণমূল থেকে আগত প্রবীর ঘোষালকে প্রার্থী করায় গেরুয়া শিবিরের তীব্র গোষ্ঠীকোন্দল সামনে এসেছে। উত্তরপাড়ার বিজেপির একাংশ স্থানীয় প্রার্থীকে ভোটে দাঁড় করানোর পরিপন্থী। এই অবস্থায় বিজেপির অন্দর থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে, তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত দেখার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিযোগ সামনে আসায় গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দে ঝড় কি আরও বৃদ্ধি পায় নাকি এই ব্যাপক অন্তর্কলহ সামাল দিতে পারে রাজ্য বিজেপি নেতৃত্ব!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!