এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বিজেপির হেভিওয়েট নেতার পোষ্ট ঘিরে শুরু রাজনৈতিক মহলে জোর চর্চা

এবার বিজেপির হেভিওয়েট নেতার পোষ্ট ঘিরে শুরু রাজনৈতিক মহলে জোর চর্চা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা হলেন বাবুল সুপ্রিয়। আসানসোল থেকে সাংসদ পদ লাভ করেছিলেন তিনি। এরপর মোদীর মন্ত্রীসভাতেও জায়গা পেয়েছিলেন। এরপর 2021 এর বিধানসভা নির্বাচনে সাংসদ পদে থেকেও দলের নির্দেশে তিনি বিধায়ক পদে লড়াইতে নামেন টালিগঞ্জ থেকে এবং হেরে যান। 21 এর বিধানসভা নির্বাচনের পর বাবুল সুপ্রিয়র রাজনৈতিক জীবনেও পরিবর্তন এসেছে। কার্যত মোদীর মন্ত্রীসভা থেকে তিনি এবার বাদ পড়লেন। তারপর থেকেই বাবুল সুপ্রিয়কে গেরুয়া শিবির থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেই দেখা গেছে।

এমনকি টুইটারেও তাঁকে তার গান নিয়ে বেশিরভাগ সময় পোস্ট করতে দেখা গিয়েছে। সেখান থেকেই শুরু হয় জল্পনা। এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয় সদ্য আরও একটি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে তিনি নির্দিষ্ট করে দিলেন সেটি কোন রাজনৈতিক পোস্ট নয়। বাবুল জানিয়েছেন, তিনি লিখতে ভালোবাসেন আর সাধারণ মানুষের অনুপ্রেরণায় তিনি লেখেন। কার্যত বাবুল জানিয়েছেন, তিনি গান নিয়ে কোন পোস্ট করলে সাধারণ মানুষের অসংখ্য শুভেচ্ছা জানান তাঁকে। নেগেটিভ কমেন্ট থাকেনা বললেই চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে কিন্তু রাজনীতি নিয়ে কোন পোস্ট করলে ঠিক এর বিপরীত ছবি দেখা যায়। এমনকি তাঁকে রাজনীতি ছেড়ে দেবার কথাও বলেন অনেকে। সেক্ষেত্রে এবার সাধারণের কাছে বাবুল সুপ্রিয় প্রশ্ন রাখলেন, প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রী করেছিলেন। কিন্তু আজ তিনি মন্ত্রীসভায় জায়গা পাননি বলে দল ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? এই প্রশ্নের উত্তরে সাধারণের মতামত তিনি চেয়েছেন। কার্যত কিছুদিন আগে শোনা যাচ্ছিল, বাবুল সুপ্রিয় টুইটারে তৃণমূল কংগ্রেসকে ফলো করছেন।

আর তাই নিয়েই জল্পনা তৈরি হয়েছিল- বাবুল হয়তো এবার বিজেপির পাট চুকিয়ে তৃণমূলের দিকে পা বাড়াবেন। কিন্তু এখনো পর্যন্ত সেটি অনুমানের জায়গায় রয়ে গিয়েছে। কার্যত বাবুলের এই পোষ্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। বিশেষজ্ঞরা মনে করছেন, বাবুল বর্তমানে রাজনৈতিকভাবে দোটানায় পড়েছেন। তাই নির্দিষ্টভাবে তিনি কিছু না বললেও দলের সাথে তিনি যে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন সে কথা পরিষ্কার। মন্ত্রীত্ব হারানোর পর বাবুলের বেশ কিছু পোস্ট সামনে এসেছিল আর তা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক চড়েছিল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!