এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বিজেপির হয়ে প্রচারে রাজ্যে আসতে চলেছেন বিজেপির এই দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী

এবার বিজেপির হয়ে প্রচারে রাজ্যে আসতে চলেছেন বিজেপির এই দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একারনেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার আসছেন পশ্চিমবঙ্গে। আগামী সপ্তাহে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফার বিধানসভা নির্বাচনের পূর্বে একাধারে তিনটি জনসভা করতে চলেছেন তিনি। আর এবার রাজ্যে আসতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিপূর্বে মালদায় জনসভা করেছেন যোগী আদিত্যনাথ। এবার বিজেপির প্রচার মিছিলে যোগদান করতে চলেছেন তিনি।

বিজেপির হয়ে রাজ্যে নির্বাচনের প্রচার করবেন যোগী আদিত্যনাথ। বিজেপির প্রচার মিছিলে যোগদান করবেন তিনি। পশ্চিমবঙ্গতে তিনি আসতে চলেছেন আগামী 16 ই মার্চ। তার একদিন আগে তিনি যাবেন অসমে। তামিলনাড়ু, কেরালাতেও বিজেপির হয়ে প্রচার করবেন যোগী আদিত্যনাথ। আবার, বিজেপি যে তারকা প্রচারকের তালিকা প্রস্তুত করেছে, তার মধ্যে নাম রয়েছে যোগী আদিত্যনাথের। আবার, বিজেপির হয়ে প্রচারে নামছে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে মালদায় জনসভা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিভিন্ন বিষয়ে একহাত নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, রাম নাম যারা পছন্দ করেন না, বাংলাতে তাদের কোন জায়গা নেই। তিনি অভিযোগ করেছেন, বাংলায় দুর্গাপূজা করতে দেয়া হয় না। বাংলায় কোন আইনের শাসন নেই। অরাজকতা চলছে রাজ্যজুড়ে। কিছু মানুষ চক্রান্ত করে দেশের ঐক্য ভেঙ্গে দেবার চেষ্টা করছে। তিনি জানিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে গরু চুরি, কয়লা চুরি সহ সমস্ত অরাজকতা বন্ধ হয়ে যাবে।

এই জনসভা থেকে তিনি জানিয়েছিলেন যে, বাংলা হল সনাতন সংস্কৃতির পীঠস্থান, বাংলা হল বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমী। তিনি জানান, যে বাংলা দেশকে দিশা দেখাত, সেই বাংলা এখন অপরাধ, অরাজকতায় ভরে গেছে। তিনি অভিযোগ করেন, বাংলায় চলছে তোষণের রাজনীতি, বারবার ঘটছে লাভ জিহাদের মতো ঘটনা। রাজ্য হয়ে উঠেছে হিংসার ভূমি। এর সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছিলেন যে, এই বাংলা হল পরিবর্তনের ভূমি। বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, বাংলা হল স্বাধীনতা আন্দোলনের ভূমি, তাই বাংলার ক্ষতির অর্থই হলো দেশের ক্ষতি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!