এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার বিজেপির অন্দরে এই হেভিওয়েট বিজেপি নেত্রীর সঙ্গে সম্মুখ সমরে নামলেন বৈশাখী, জোর শোরগোল

এবার বিজেপির অন্দরে এই হেভিওয়েট বিজেপি নেত্রীর সঙ্গে সম্মুখ সমরে নামলেন বৈশাখী, জোর শোরগোল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে কোনোমতেই অশান্তি থামছেনা গেরুয়া শিবিরের অন্দরমহলে। যেদিন থেকে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সেদিন থেকেই তাদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক কালে এই দু’জনকে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব। তবে তার মাঝেও বিজয়া সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক জটিলতা তৈরি হয়েছিল।

আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ উদ্যোগ নিয়ে সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব মেটানোর চেষ্টা করলেও, এবার বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব কার্যত প্রকাশ্যে চলে এল। জানা যায়, সাম্প্রতিককালে সংবাদমাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল। যেখানে তিনি বলেন, “শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। বৈশাখীদি অত গুরুত্ব পাবেন না।”

অর্থাৎ এক্ষেত্রে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব না দেওয়ার কথা বলে কার্যত তাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করেছেন বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী বলে মনে করছেন একাংশ। শোভন চট্টোপাধ্যায়কে বিজেপি গুরুত্ব দিলেও তাকে যে অতটা গুরুত্ব দেওয়া হবে না, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন অগ্নিমিত্রাদেবী। যার ফলে এর প্রত্যুত্তরে পাল্টা ফেসবুকে সরব হয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর দুই নেত্রীর এই গণ্ডগোলের কার্যত উত্তাল গেরুয়া শিবিরের অন্দরমহল।

সূত্রের খবর, এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে বলেন, “উনি বোধহয় অবগত নন। আমি ওয়েবকুপার জেনারেল সেক্রেটারি পদে ছিলাম। অনৈতিক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। পেজ ৩ তে আমার নাম আসেনি। আমি কিছু ছবি পোস্ট করে জনসমর্থন পাইনি। মিটিং মিছিলে অংশ নিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছি। অগ্নিমিত্রা পাল যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার একটাই পরিচয় ছিল, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। যতদূর আমি জানি, আপনার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। কখনও কোনো রাজনৈতিক ভূমিকা পালন করেননি। তা সত্ত্বেও বিজেপি মহিলা মোর্চার প্রধানের মত গুরুত্ব পেয়েছেন।”

স্বভাবতই অগ্নিমিত্রা পাল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অতটা গুরুত্বপূর্ণ না দেখানোর চেষ্টা করার সাথে সাথেই যেভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় পাল্টা অগ্নিমিত্রা পালের রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন, তাতে দুই নেত্রীর মধ্যে ফাটল বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছে একাংশ। এদিকে এদিন অগ্নিমিত্রা পালকে আরও কটাক্ষ করে প্রাক্তন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী তথা বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের প্রশংসা করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফেসবুকে তিনি লেখেন, “আপনার পূর্বসূরী লকেট চট্টোপাধ্যায় সুহৃদয়ে আমায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আমন্ত্রণ জানাতেন। যার জন্য শ্রদ্ধা করি। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ সেই দলে আমার অবস্থানের স্বীকৃতি দিয়েছেন। আপনার মন্তব্যে আমি ব্যাথিত। কোনো বিরোধী দল নয়, আমাদের সহকর্মী আমাকে সমালোচিত করলেন। চোখে আঙুল দাদার মত যদি সারাক্ষণ কেউ এরকম করতে থাকেন, তাহলে বিরক্ত হই।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কালে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে দলে সক্রিয় করতে উদ্যত হয়েছে বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তার মাঝেই যেভাবে অগ্নিমিত্রা পাল এই ঘটনায় ই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা সরবোলিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাতে বিজেপিতে গোষ্ঠী কোন্দল নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

যেভাবে দুই নেত্রী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করলেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তাতে তৃণমূল এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নামবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব দুই নেত্রীর মধ্যেকার দ্বন্দ্ব মেটাতে কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!