এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বিজেপির প্রতি নরম প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোরগোল রাজ্যে

এবার বিজেপির প্রতি নরম প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোরগোল রাজ্যে

এবার প্রকারান্তরে ঘুরিয়ে বিজেপিকে সমর্থন জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতা দল সেক্যুলার নেতা এইচডি কুমারস্বামী। কর্নাটকে এই মুহূর্তে বিজেপি সরকার। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট গুঞ্জন সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, জেডিএস নেতা এবার বিজেপির সঙ্গে জোট বাঁধতে চলেছে। তবে সে প্রসঙ্গ ওঠার আগেই থামিয়ে দিয়েছেন এইচডি কুমারস্বামী।

এদিন ব্যাঙ্গালোর প্রেসক্লাব এবং ব্যাঙ্গালোর রিপোর্টার গিল্ড আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী পরিষ্কার জানালেন, তিনি বিজেপি কিংবা মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার সঙ্গে কোন মতেই আলিঙ্গনে আবদ্ধ হবেন না।

জেডিএস নেতা অন্যদিকে জানিয়েছেন, তিনি কোনমতেই চান না, কর্নাটকে বিজেপি সরকার পড়ে যাক। যদিও তিনি বলেছেন, এইমুহুর্তে কর্ণাটকে মধ্যবর্তী নির্বাচন হলে হ্যাং অ্যাসেম্বলি হবে।

এই মুহূর্তে বৃষ্টি ও বন্যায় নাকাল কর্ণাটক। ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তিনি সেসব দুর্গত ও বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে চান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনাকে একেবারে অস্বীকার করেছেন তিনি বিভিন্ন পেশার কারণে তার মনোভাব এরকম নরম হয়েছে এই অভিযোগ তিনি এককথায় নাকচ করলেন।

তবে এদিন কুমারস্বামী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে বহুবার অনুরোধ এসেছিল তাঁর কাছে জোট করার জন্য। কিন্তু তিনি তাঁর বাবা এইচডি দেবেগৌড়ার নির্দেশে বিজেপি থেকে দূরে রয়েছেন‌।

তবে এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিভিন্ন মামলায় এই মুহূর্তে কোণঠাসা কুমারস্বামী। আর সেখান থেকে বাঁচতেই বিজেপির প্রতি নরম ভাব প্রকাশ করলেন তিনি। এই ঘটনায় অবশ্য কর্নাটকের রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা গেছে। আপাতত পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!