এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বিজেপির যুবনেতার সহ-সভাপতির মৃত্যু নিয়ে শুরু হল পুলিশি তদন্ত, জল্পনা তুঙ্গে

এবার বিজেপির যুবনেতার সহ-সভাপতির মৃত্যু নিয়ে শুরু হল পুলিশি তদন্ত, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ করেই বিজেপির যুব মোর্চার সহ-সভাপতির মৃত্যু কার্যত অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে গেরুয়া শিবিরকে। এই মৃত্যু নিয়ে অবশ্য এখনো পর্যন্ত মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু তা সত্বেও পুলিশ অস্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে প্রাথমিকভাবে খোঁজখবর করা শুরু করেছে, আর তাতেই বাড়ছে গুঞ্জন। কার্যত এই মৃত্যু স্বাভাবিক দাবি করলেও বেশ কিছু অস্বাভাবিকতা রয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত হবে। পাশাপাশি এই মৃত্যু নিয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে গতকাল রাতে।

এই মৃত্যুর ব্যাপারে খোঁজ নিতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারী আধিকারিকরা খোঁজখবর নিয়েছেন যেমন, ঠিক তেমনই একইসাথে হেস্টিংসের বিজেপির কার্যালয়ে পুলিশ খোঁজ খবর নিয়ে এসেছে। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কথাও জানা গেছে পুলিশ সূত্রে। প্রসঙ্গত, গতকাল হেস্টিংসের যুব সংগঠনের কার্যকারিণী বৈঠক ছিল। বৈঠকের শেষে বিজেপির রাজু সরকার বেরিয়ে যান। পরে বুঝতে পারেন, তিনি তাঁর ডায়রি ফেলে গিয়েছিলেন। অফিসে এসেই অন্যান্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় রাজু সরকারের। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথে সাথে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শয্যা না মেলায় পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌছানোর আগেই রাজু সরকারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে হাতাহাতি বা গন্ডগোলের কথা সামনে এলেও বিজেপি নেতারা কিন্তু তা অস্বীকার করছেন। দিল্লি থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, ওই বৈঠকে কোন গণ্ডগোল হয়নি। একইসাথে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজু সরকারের হৃদযন্ত্রে গন্ডগোল ছিল আগেই। তার সাথে হেস্টিংসের অফিসে মিটিং এর কোন যোগ নেই। অন্যদিকে এই বিষয়টি নিয়ে তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন।

তিনি জানান, রাজু সরকার বিজেপির প্রতি বিরক্ত হয়ে ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন মুকুল রায়ের মাধ্যমে। এমনকি তৃণমূলের বিভিন্ন নেতাকে হোয়াটসঅ্যাপ করত রাজু সরকার বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। সেক্ষেত্রে তাঁর মৃত্যু স্বাভাবিক নয় বলেই ইঙ্গিত করেছেন কুনাল সরকার। রাজু সরকারের মৃত্যু ঘিরে কিন্তু ধীরে ধীরে রহস্য দানা বাঁধছে। পাশাপাশি পুলিশের তরফ থেকেও এবার একটু একটু করে এগোনো হচ্ছে। আপাতত আগামী দিনে পুলিশি তদন্তে রাজু সরকারের মৃত্যু সংক্রান্ত উল্লেখযোগ্য কোনো তথ্য উঠে আসে কিনা, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!