এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এবার বোমা কান্ডে জড়িয়ে গেল বিজেপি নেতার নাম, ভোটের আগে তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে

এবার বোমা কান্ডে জড়িয়ে গেল বিজেপি নেতার নাম, ভোটের আগে তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে আবার বোমার খোঁজ পাওয়া গেল। রাজ্যে দু’দফার নির্বাচন শেষ হয়েছে, এখনো ছয় দফা নির্বাচন বাকি। কিন্তু তার আগে যেভাবে প্রায় প্রতিদিন বোমা, গুলি উদ্ধার হচ্ছে তা রীতিমত আশঙ্কা জাগাচ্ছে রাজ্যের মানুষের মনে। এবারের নির্ধারণ সভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনরকম অশান্তি না হয়, তার জন্য আগে থেকেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। 

বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। কিন্তু তা সত্বেও রাজ্যজুড়ে যেভাবে মুড়ি-মুড়কির মতো বোমার খোঁজ পাওয়া যাচ্ছে, তাতে অবস্থা যে খুব একটা সুবিধার নয় সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞদের। আর এবার উল্লেখযোগ্যভাবে বোমা কান্ডের সঙ্গে জড়িয়ে গেল বিজেপির নাম।

এবার গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হলেন বিজেপির বুথ সভাপতি। সূত্রের খবর, ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বজবজে। কি কারণে এত বিপুল পরিমাণ বোমার আগমণ এলাকায়, তার হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

পুলিশি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানায় বজবজ থানার গোবরচঝুলি খালের ধারে আগ্নেয়াস্ত্র হাতে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। পুলিশ খবর পেয়ে সাথে সাথে সাদা পোশাকে হাজির হয় এলাকায় এবং একটি ওয়ান শটার সহ বিশ্বজিৎ পোল্লে নামে বিজেপির এক বুথ সভাপতিকে গ্রেপ্তার করা হয়।

তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আরো প্রচুর বোমার খোঁজ মেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বহুদিন ধরেই বিজেপির এই বুথ সভাপতি পলাতক ছিলেন। তাঁর কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, তা জানতে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এদিন পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিজেপি বুথ সভাপতির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বজবজ থানার আধিকারিকরা বুইতার দাসপাড়া সংলগ্ন পুরনো তারা মা মন্দিরের পিছনের জঙ্গলে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে প্রায় 21 টি তাজা বোমা উদ্ধার করে। বিপুল পরিমাণ তাজা বোমা ঘটনাস্থলেই বম্বস্কোয়াড ডেকে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি শুক্রবার বিশ্বজিৎ পোল্লেকে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনে গ্রেফতার করে আলিপুর আদালতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা নেতা সুফল ঘাঁটু জানিয়েছেন, বিশ্বজিৎ পোল্লে বৈতা অঞ্চলের চার নম্বর মণ্ডলের বিজেপি বুথ সভাপতি। পাশাপাশি এই ঘটনার পেছনে তিনি দায়ী করেছেন তৃণমূলকে। দাবি করেছেন, তৃণমূল পরিকল্পনামাফিক বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে। 

অন্যদিকে বজবজ কেন্দ্রের তৃণমূল পর্যবেক্ষক জাহাঙ্গীর খান জানিয়েছেন, পুলিশ হাতেনাতে আগ্নেয়াস্ত্রসহ বিজেপির বুথ সভাপতিকে গ্রেপ্তার করেছে। ভোটের সন্ত্রাস করতেই বোমা মজুত করেছিলেন বিজেপি নেতা। এখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে কিছু লাভ হবেনা।

পুলিশের পক্ষ থেকেও জানা গেছে, ধৃত বিজেপির বুথ সভাপতি জেরার মুখে নিজেই স্বীকার করেছেন ভোটে ব্যবহার করার জন্য গোপন জায়গায় বোমা তৈরি করে মজুদ রাখার কথা। পুলিশকে সাথে করে নিয়ে গিয়ে তিনি বোমা উদ্ধারে সাহায্যও করেছেন। চতুর্থ দফায় ভোট হতে চলেছে বজবজ কেন্দ্রে। ভোটের আগে এত বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে। পাশাপাশি তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

 প্রসঙ্গত, এদিন ভাঙর থেকেও প্রায় 41 টি বোমা উদ্ধার করা হয়েছে। নির্বাচনের মধ্যেই যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, তাতে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এবারের নির্বাচনে অশান্তি পাকাতে ইতিমধ্যেই যাবতীয় অস্ত্রের মজুদ শুরু হয়েছে রাজ্যে। পাশাপাশি তৃণমূল বিজেপির দিকে যে অভিযোগ করে আসছিল সন্ত্রাস ছড়ানোর তা কিন্তু এবার মান্যতা পেল। কার্যত গেরুয়া শিবির তীব্র অস্বস্তির মুখে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!