এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার বড়সড় মুশকিলে পড়তে চলেছেন অর্জুন সিংহ? তৃণমূলের পদক্ষেপে যেতে পারে সাংসদ পদ?

এবার বড়সড় মুশকিলে পড়তে চলেছেন অর্জুন সিংহ? তৃণমূলের পদক্ষেপে যেতে পারে সাংসদ পদ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের সঙ্গে ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং এর রাজনৈতিক দ্বন্দ্ব আজকের নয়, বহু দিনের। দীর্ঘদিন ধরে অর্জুন সিং তৃণমূলের একজন হেভিওয়েট নেতা বলেই পরিচিত ছিল ভাটপাড়া এলাকায়। কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে অর্জুন সিং তৃণমূল থেকে বেরিয়ে এসে যোগ দেন গেরুয়া শিবিরে। তাই নিয়ে জলঘোলাও কম হয়নি। এবং বিজেপিতে এসেই অর্জুন সিং রীতিমতো চড়া সুরে আক্রমণ শুরু করে তৃণমূলকে।

যদিও তৃণমূলের দিক থেকেও ব্যারাকপুর শিল্পাঞ্চলকে করায়ত্ত করে সেখানে গুন্ডামি করার অভিযোগ তোলা হয় অর্জুন সিং এর বিরুদ্ধে। এই নিয়ে অশান্তি এখনো চলছে। এরই মাঝে তৃণমূলের পক্ষ থেকে এবার অর্জুন সিং এর বিরুদ্ধে বড়োসড়ো পদক্ষেপ নেওয়ার তোড়জোড় চলছে বলে জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর এলাকায় দীনেশ ত্রিবেদীকে টিকিট দেওয়া নিয়ে অর্জুন সিং এর সঙ্গে শুরু হয় তৃণমূল নেতৃত্বের ঝামেলা শুরু হয়। এরপর গেরুয়া শিবিরে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের সাংসদ পদ লাভ করেন অর্জুন সিং।

কিন্তু এবার তৃণমূল অভিযোগ জানাচ্ছে, নির্বাচনী হলফনামায় অর্জুন সিং তথ্য গোপন করেছেন। তৃণমূলের দাবি, 2017-18 সালে বেঙ্গালুরুর একটি সংস্থার প্রায় দু লক্ষ শেয়ার কিনেছিলেন অর্জুন সিং। প্রসঙ্গত, প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা পেশ করতে হয়, সেখানে স্থাবর-অস্থাবর দু’ধরনের সম্পত্তিরই পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া বাধ্যতামূলক। সে নিয়ম অর্জুন সিং ভঙ্গ করেছেন বলে অভিযোগ করছে তৃণমূল শিবির। অর্জুন সিং তৃণমূলের এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ এনেছে, নির্বাচনী হলফনামায় নামি কোম্পানির কয়েক কোটি শেয়ার থাকলেও তা অর্জুন সিং গোপন করেছেন। তৃণমূল শিবির তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশকিছু প্রামাণ্য নথিও জোগাড় করে ফেলেছে বলে দাবি জানিয়েছে। আর এবার জানা যাচ্ছে, সেই প্রামাণ্য নথির ভিত্তিতেই তৃণমূল আদালতে বিজেপি সাংসদ হিসেবে অর্জুন সিং এর সদস্যপদ খারিজ করার দাবি জানাতে চলেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে আবার তৃণমূল বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব চূড়ান্ত আকার নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, অর্জুন সিংকে চাপে ফেলে এক প্রকার গেরুয়া শিবিরকেই চাপে ফেলার চেষ্টা করতে চলেছে তৃণমূল শিবির। এবং সত্যি সত্যি যদি অর্জুন সিং এর ওপর এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তা একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে যথেষ্ট অস্বস্তির মুখে ফেলবে তা অনস্বীকার্য। আপাতত এই পরিস্থিতিতে অর্জুন সিং তথা গেরুয়া শিবির পুরো ব্যাপারটিকে কি করে সামাল দেন, সে দিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!