এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বাজেট নিয়ে চাঁচাছোলা আক্রমণ দিলীপ ঘোষের, শুভেন্দুর জমিতেই খেললেন রাজ্য বিজেপি সভাপতি

এবার বাজেট নিয়ে চাঁচাছোলা আক্রমণ দিলীপ ঘোষের, শুভেন্দুর জমিতেই খেললেন রাজ্য বিজেপি সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজ্য বিজেপির দুই কর্ণধার হলেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী। একজন রাজ্য বিজেপি সভাপতি, অন্যজন রাজ্যের বিরোধী দলনেতা। একজনের রাজপথে, অন্যজনের বিধানসভায় নিজেদের ক্ষমতা দেখানোর কথা। সেই অনুযায়ী পুরোটা হচ্ছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। তবে গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে অন্যকথা। কার্যত দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে দূরত্ব যে ক্রমশ বাড়ছে, তা নিয়ে জল্পনা চলছে রাজ্য বিজেপির অন্দরেই। প্রসঙ্গত, রাজ্য বাজেট নিয়ে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর যেভাবে চাপ দেওয়া উচিত ছিল রাজ্য সরকারকে, এবার বিধানসভার বাইরে তা করে দেখাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বেশ কিছুদিন যাবৎ রাজ্য বাজেট নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা তাঁর টুইটার অ্যাকাউন্টে। বিশেষ করে রাজ্যের এবারের বাজেট যে সর্বতোভাবে একটি অন্তঃসারশূন্য তা বারবার মনে করাচ্ছেন মেদিনীপুরের সাংসদ। প্রসঙ্গত তাঁর কথায় উঠে এসেছে খেলা, মেলা, বিভিন্ন ভাতসহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে টাকা বিলোনো হচ্ছে তাতে রাজ্যের কোষাগার ফাঁকা হয়ে যাচ্ছে। শুধু রাজ্যের বাজেট নিয়েই নয়, রাজ্যের অবাস্তব জমি নীতি নিয়েও ব্যাপক সমালোচনা চালাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি। কার্যত তাঁর মন্তব্য এই সরকারের ভ্রান্ত জমি নীতির কারণেই বাংলায় গত 10 বছর যাবত কোন শিল্প আসেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একটা সময় শিল্পপতিদের সঙ্গে মৌ স্বাক্ষর হলেও বিনিয়োগ আসেনি। আর এখানেই রাজনৈতিক মহলের নজর কেড়েছেন দিলীপ ঘোষ। কার্যত অনেকেরই মতে যে কথা বলার ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, সেই কথা বলছেন এখন দিলীপ ঘোষ। অর্থাৎ শুভেন্দুর ফাঁকা জায়গায় ময়দানে নেমে খেলছেন রাজ্য বিজেপি সভাপতি। এমনিতেই বিরোধী দলনেতা হয়ারপর শুভেন্দু অধিকারীর ঘনঘন দিল্লি সফর কিংবা রাজভবনে চলে যাওয়া ইত্যাদি একাধিক ঘটনা নিয়ে দিলীপ ঘোষ তাঁর অপছন্দ প্রকাশ করেছিলেন কিছু বিশেষ টিপ্পনী দিয়ে। প্রসঙ্গত তিনি এও বলেছিলেন,  রাজভবনে গিয়ে প্রতিবাদ জানালে হবেনা। বিজেপি সংগঠন ভিত্তিক দল, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে।

অন্যদিকে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বেশকিছু বিধায়ককে নিয়ে রাজভবনে পৌঁছান রাজ্যপালের কাছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের বহাল হওয়া নিয়ে যাবতীয় নালিশ জানাতে। তবে গেরুয়া শিবিরের অনেকেই বলছেন, রাজ্য বিজেপি সভাপতি হিসেবে বাজেট নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করতেই পারেন। এর পেছনে অন্য কোনো অর্থ খোঁজা উচিত নয়। তবে বিশেষজ্ঞদের মতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মধ্যে বেশ কিছুটা দূরত্ব আছে। এর আগে বিভিন্ন ঘটনা সামনে এসেছে। আর এবার বাজেট নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি, তাতে বিতর্ক আরো বাড়ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!