এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার সিবিআইয়ের নজরে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ! নথি সহ হাজিরার নির্দেশ !

এবার সিবিআইয়ের নজরে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ! নথি সহ হাজিরার নির্দেশ !


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিবিআই তদন্তে একেবারে জেরবার অবস্থা রাজ্যের শাসক দল তৃণমূল নেতাদের একের পর এক হেভিওয়েট নেতাদের নাম উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা্র আধিকারিকদের তালিকায় । যেন পাখির চোখ করে রেখেছে  তৃণমূল কংগ্রেসের নেতনেত্রীদের উপর সিবিআই এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ । 

একদিকে এসএসসি মামলা অপরদিকে কয়লা পাচার কান্ড আবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কার্যত উঠে পড়ে লেগেছে আর এরই মধ্যে এবার গরু পাচার কান্ডে নতুন নাম উঠে আসলো তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার । সূত্রের খবর জানা যাচ্ছে আগামীকাল এগারটা নাগাদ তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সঙ্গে আনতে বলা হয়েছে যাবতীয় নথিপত্র যেমন পাসপোর্ট ,আধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড , ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত । সূত্রের খবর অনুযায়ী যাচ্ছে তৃণমূল বিধায়কের নামে যদি কোন কোম্পানি থাকে সেই সমস্ত সংক্রান্ত নথিপত্র নিয়ে আসতে হবে তাঁকে। 

তবে রাজনৈতিক উদ্দেশ্যেই যে একের পর এক তৃণমূলের নেতা নেত্রীদের নাম জড়িয়ে নিয়ে আসা হচ্ছে তা নিয়ে সরব হয়েছে তৃণমূল । এই প্রসঙ্গে  তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা জানান রাজনৈতিক উদ্দেশ্যে তার নাম জড়ানো হয়েছে এবং সিবিআইকে দিয়েই তাকে ডাকানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । তবে এখন দেখার বিষয় সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে আগামী কাল হাজিরা দেন কিনা সেদিকে নজর থাকবে  সকলের। 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!