এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার ক্লাবগুলোকে শায়েস্তা করতে পদক্ষেপ রাজ্যের, জোর সোরগোল!

এবার ক্লাবগুলোকে শায়েস্তা করতে পদক্ষেপ রাজ্যের, জোর সোরগোল!

রাজ্যে ক্ষমতায় আসার পরেই ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে গোটা রাজ্যজুড়ে। বিরোধীদের তরফে অভিযোগ করা হয়, ক্লাবগুলোকে নিজেদের হাতে আনতেই, রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ দিয়ে সেই ক্লাবগুলোতে ক্যাডার পোষা হচ্ছে। তবে প্রথম থেকেই সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অবশ্য অন্য যুক্তি খাড়া করা হয়েছে। যেখানে সরকার পক্ষ দাবি করেছে, একটি ক্লাব থাকা মানে পাহারাদার থাকা। ক্লাবের মধ্যে দিয়ে যেমন সচেতনতা গড়ে ওঠে, ঠিক তেমনই ক্রীড়া পরিকাঠামোর উন্নতি হয়।

আর তাই সেই ক্লাবগুলোর শ্রীবৃদ্ধি করতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। তবে সরকার ক্লাবগুলোর শ্রীবৃদ্ধি এবং পরিকাঠামো উন্নতির জন্য এই অনুদান দেওয়ার চেষ্টা করলেও, আদৌ সেই কাজ কি হয়েছে! আদৌ কি ক্লাবগুলো তাদের সামাজিক কর্তব্য পালন করেছে! এখন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, সরকারি ক্ষেত্রে পর্যালোচনা করে দেখা গিয়েছে, সামাজিক কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো ক্লাবই সঠিক দায়িত্ব পালন করেনি। তাই এবার সেই সমস্ত ক্লাবগুলোকে পরামর্শ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, বিভিন্ন জায়গায় যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোকে আর্থিক অনুদানের চেক বিলি করবে স্থানীয় থানা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি তাদেরকে এই ব্যাপারে বিভিন্ন পরামর্শও দেওয়া হবে সেই থানার পক্ষ থেকে। অর্থাৎ রাজ্য সরকার চাইছে যে, যে উদ্দেশ্যে তারা এই ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করছে, সেই উদ্দেশ্য যেন কার্যকর হয়। অর্থাৎ সামাজিক পরিকাঠামো তৈরি করতে ক্লাবগুলো যেন কিছুটা হলেও সক্রিয় ভূমিকা পালন করে। সব মিলিয়ে কোথাও যেন বিরোধীদের পক্ষ থেকে ক্লাবগুলোকে টাকা দেওয়া নিয়ে প্রথমে যে অভিযোগ তোলা হয়েছিল, সেই অভিযোগ সত্যতার রূপ নিচ্ছে বলেই মনে করছে একাংশ। ফলে রাজ্য সরকার এখন ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিয়ে সামাজিক পরিকাঠামোর উন্নতি করতে যে পরামর্শ দিচ্ছে, তা আদতে ক্লাবগুলো পালন করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!