এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কমিশনের আহ্বানে সর্বদলীয় বৈঠক, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে

এবার কমিশনের আহ্বানে সর্বদলীয় বৈঠক, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউ এসে ধাক্কা দিয়েছে। প্রায় প্রতিদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এরাজ্যেও পরিস্থিতি গুরুতর। রেকর্ড হারে করোনা বাড়তে শুরু করেছে এ রাজ্যেও এই পরিস্থিতিতে রাজ্যের চলছে নির্বাচন যথারীতি নির্বাচনের কারণে রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলির চলছে বিশাল সমারোহে প্রচার পর্ব আর সেই প্রচার করবে রাশ টেনে ধরতে ইতিমধ্যেই হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে আর তারপরেই রাজ্যে সর্ব দলের বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। 

সূত্রের খবর, আগামী শুক্রবার নির্বাচন কমিশনের অফিসে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে ডাকা হয়েছে। প্রত্যেক দল থেকে একজন করে প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সূত্রের খবর, করোনাবিধি মেনে যাতে প্রচার হয় এবং কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রচারের ক্ষেত্রে তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। পাশাপাশি, এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন এডিজি আইনশৃঙ্খলা জগ মোহন, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।

 মঙ্গলবারে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুড়িজনের। আক্রান্ত হয়েছেন নতুন করে 4817 জন, একদিনে আক্রান্তের নিরিখে এখনো পর্যন্ত যা সর্বোচ্চ রেকর্ড বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার বিধি-নিষেধ মেনে চলা নিয়ে কড়া ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে হাইকোর্ট। রাজনৈতিক মিটিং মিছিলে করোনা বিধি না মানলে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি সভায় মাস্ক ব্যবহার করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মাস্ক না পড়লে পুলিশের হস্তক্ষেপ অত্যাবশ্যকীয়। ইতিমধ্যেই রাজনৈতিক মিটিং-মিছিলে করোনা বিধি মানা কোনমতেই হচ্ছেনা বলে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। যার পরিপ্রেক্ষিতে এবার কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে প্রতিটি জেলার জেলা শাসকের কাছে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গেছে বলে খবর। হাইকোর্টের নির্দেশ প্রত্যেকটি রাজনৈতিক দল মানছে কিনা তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে। প্রয়োজনে জেলাশাসককে পুলিশের সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি। প্রতিটি রাজনৈতিক দলের কাছেও হাইকোর্টের নির্দেশ পৌঁছে গিয়েছে।

সূত্রের খবর, প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবেদন করা হয়েছে রাজনৈতিক সভায় উপস্থিত কর্মী-সমর্থকরা যাতে প্রত্যেকে মাস্ক ব্যবহার করেন, সেদিকে কড়া নজর রাখতে হবে। একই সাথে প্রত্যেকটি জেলার নির্বাচন আধিকারিক রাজনৈতিক দলগুলিকে বুঝিয়ে দেবেন, কিভাবে করোনা বিধি মেনে চলতে হবে। অবশ্য অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, করোনার কারণে বাংলায় বাকি চার দফার নির্বাচন বন্ধ হয়ে যাবার। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দলগুলি কেউই কোনো মন্তব্য করেনি। আপাতত নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হবে, সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!