এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার কংগ্রেস শিবিরে ভাঙন ধরালো তৃণমূল, তৃণমূলে যোগ কংগ্রেস হেভিওয়েটের

এবার কংগ্রেস শিবিরে ভাঙন ধরালো তৃণমূল, তৃণমূলে যোগ কংগ্রেস হেভিওয়েটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর তৃণমূলে আসার হিড়িক পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। গেরুয়া শিবিরের ভাঙন তো এখন নিত্যদিনের ঘটনা। এর মধ্যেই এবার চাঞ্চল্য জাগিয়ে কংগ্রেস শিবিরেও ভাঙনের সূত্রপাত হতে চলেছে বলে জানা যাচ্ছে। খুব সম্ভবত কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ত্যাগ করে আজকে বিকেলে তৃণমূল ভবনে এসে ঘাসফুল শিবিরে নাম লেখাবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

কিছুদিন আগেই অবশ্য অভিজিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে যেমন দেখা গিয়েছিল তৃণমূলের নেতাদের, ঠিক সেরকমই তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রীটের অফিসে গিয়েও দেখা করেন জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ। কিন্তু কোন সাক্ষাৎ নিয়েই বিশেষ কিছু বলা হয়নি যেমন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের তরফ থেকে, ঠিক তেমনই তৃণমূলের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অবশেষে আজ আসল খবর সামনে এলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, তৃণমূল ভবনে অভিজিৎ মুখোপাধ্যায়ের হাতে দলীয় পতাকা তুলে দিতে চলেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাজনৈতিক ক্যারিয়ারের নতুন সূচনাপর্বে পা দিতে চলেছেন কংগ্রেস হেভিওয়েট অভিজিৎ মুখোপাধ্যায়। তবে অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে আসতে পারেন, তা নিয়ে কমবেশি চর্চা শুরু হয়েছিল দীর্ঘদিন ধরেই। কারণ ইদানীংকালে একাধিক ইস্যুতে তিনি তৃণমূলের সুরে সুর মিলিয়ে সরব হয়েছিলেন টুইটারে। খুব স্বাভাবিকভাবেই তাঁর রাজনৈতিক মনোভাব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল।

অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলে যেভাবে একের পর এক দলের হেভিওয়েটের ভিড় বাড়ছে তাতে করে তৃণমূলের শক্তি বৃদ্ধি হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে গেরুয়া শিবির থেকে চলে এসেছেন মুকুল রায় স্বপুত্র। খুব স্বাভাবিকভাবেই মুকুল রায়ের চলে আসা গেরুয়া শিবিরের অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এবার কংগ্রেস থেকে অভিজিৎ মুখোপাধ্যায়ের চলে আসা কতটা প্রভাব ফেলতে চলেছে কংগ্রেসের অন্দরে, তা বোঝা যাবে আগামী দিনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!