এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে একসঙ্গে তিন হেভিওয়েট নেতাকে নিয়ে ঘুম উড়তে চলেছে গেরুয়া শিবিরের? জানুন বিস্তারে

বিধানসভার আগে একসঙ্গে তিন হেভিওয়েট নেতাকে নিয়ে ঘুম উড়তে চলেছে গেরুয়া শিবিরের? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে বিহার বিধানসভার নির্বাচন। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বেড়েছে বিহারে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচার পর্ব। শেষ মুহূর্তের প্রচারে সবাই উঠে পড়ে লেগেছে। কিন্তু সেক্ষেত্রে বিহারে গেরুয়া শিবিরের চিন্তা অন্যত্র। একের পর এক গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতারা হয়ে পড়ছেন করোনা আক্রান্ত। এবার দলের তারকা প্রচারক তথা অন্যতম সংখ্যালঘু নেতা সৈয়দ শাহনাওয়াজ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে।

আর তাতেই উৎকণ্ঠা বেড়েছে বিজেপি শিবিরের। প্রচারে সৈয়দ শাহনাওয়াজ হোসেনের সাথে ছিলেন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী এবং সারন কেন্দ্রের সাংসদ রাজীব প্রতাপ রুডি। যথারীতি এই দুই তারকা প্রচারক চলে গিয়েছেন কোয়ারেন্টাইনে। সৈয়দ শাহনাওয়াজ হোসেন হলেন কিষাণগঞ্জের সংসদ। তাঁর এলাকায় অবশ্য দ্বিতীয় দফায় ভোট। সম্প্রতি তিনি নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের এই ৩ মহারথী কার্যত হয়ে উঠতেন প্রচারের তারকা। বিরোধীদের কোনঠাসা করতে এঁদের উপর বড়রকমের ভরসা করেছিল গেরুয়া শিবির। কিন্তু একযোগে তিনজনেই করোনা আক্রান্ত হওয়ায়, সেই প্রচারের ঝড়ে ভাটা পড়তে বাধ্য, যা স্বাভাবিক ভাবে ঘুম উড়িয়ে দিতে পারে গেরুয়া শিবিরের। অন্যদিকে বিহারে 23 তারিখ থেকে লাগাতার প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিটি মঞ্চে তাঁর সঙ্গে থাকছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এছাড়াও যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এনডিএ শিবিরের হয়ে জনসভা শুরু করে দিয়েছেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁর জোটের হয়ে। অন্যদিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা বিরোধী মহাজোটের হয়ে তেজস্বী যাদব, সিপিআই নেতা কানহাইয়া কুমার, কংগ্রেসের রাজ বব্বরও জোরদার প্রচার চালাচ্ছেন বিহারে। ইতিমধ্যে প্রতিটি জনসভাতে ব্যাপক ভিড় দেখে চিন্তিত নির্বাচিত নির্বাচন কমিশন ।

কমিশনের আশঙ্কা, ভোটের আগেই ব্যাপকহারে বিহারে সংক্রমণ বাড়বে। আগেভাগেই করোনা ঠেকাতে নির্বাচন কমিশন কিছু বিধিনিষেধ ঠিক করে রেখেছেন বটে, কিন্তু সেই বিধি-নিষেধ ক্রমাগত লংঘন করছেন প্রার্থী ও নেতারা। এই অবস্থায় সংক্রমণ যে ছড়াবে তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের আগেই যেভাবে এনডিএ জোটের গেরুয়া শিবিরের নেতারা একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন, তা খুব স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে। পাশাপাশি বিহারের করোনা পরিস্থিতি যে এখনও যথেষ্ট উদ্বেগজনক, সেকথাও সামনে আসছে। আপাতত অপেক্ষা, দ্রুত করোনাকে হারিয়ে আবারও রাজনৈতিক মঞ্চে ফেরত আসার আক্রান্ত বিজেপি নেতাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!