এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার করোনা আক্রান্ত হলেন মোদী মন্ত্রীসভার এই গুরুত্বপূর্ণ সদস্য! ক্রমশ বাড়ছে আতঙ্কের পরিবেশ?

এবার করোনা আক্রান্ত হলেন মোদী মন্ত্রীসভার এই গুরুত্বপূর্ণ সদস্য! ক্রমশ বাড়ছে আতঙ্কের পরিবেশ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও করোনার থাবা গেরুয়া শিবিরে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, বিজেপির বহু নেতা, মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আর এবার মোদি মন্ত্রীসভার মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি করোনা আক্রান্ত হলেন। এর আগেও মোদি মন্ত্রিসভার বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে নীতিন গড়করি, ধর্মেন্দ্র প্রধানের মতন মন্ত্রীরাও আক্রান্তের তালিকায় ছিলেন।

যদিও তাঁরা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। শুধু কেন্দ্রীয় মন্ত্রীরাই নন, গত কয়েক মাসে করোনা আক্রান্ত হয়েছেন শীর্ষস্তরের বহু রাজনৈতিক নেতা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নিজেই টুইট করে এই খবর প্রকাশ করেন। তাঁর করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসার পর টুইট করে স্মৃতি ইরানি জানান, তিনি করোনা পজিটিভ। তাঁর সংস্পর্শে যারা এসেছেন, তাঁরা যেন দ্রুত নিজেদের করোনা পরীক্ষা করান। তবে সূত্রের খবর, করোনা আক্রান্ত হলেও এই মুহূর্তে স্মৃতি ইরানি শারীরিকভাবে ততটা কাবু হননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ নিচ্ছেন তিনি। প্রসঙ্গত, গতকাল দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল সব থেকে কম, গত তিন মাসের মধ্যে যা সর্বনিম্ন বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই এরকম পরিস্থিতি। কিন্তু বুধবার সামান্য বেড়ে উঠেছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। আর তার সাথে সাথেই এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল বিপদসীমার প্রান্তরে। অন্যদিকে জানা গেছে, স্মৃতি ইরানি এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, গত কয়েক দিনে বিহার বিধানসভা নির্বাচনের জন্য একের পর এক সভায় যোগ দিয়েছিলেন স্মৃতি ইরানি। সেখানে বহু মানুষ মঞ্চে ছিলেন, জনসমাগম হয়েছিল নজরকাড়া। সুতরাং এই পরিস্থিতিতে স্মৃতি ইরানির স্বাস্থ্যের খবর খুব স্বাভাবিকভাবেই বিহার বিধানসভা নির্বাচন ঘিরেও আশঙ্কা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। উৎসবের মরসুম শুরু হওয়া মাত্রই করোনা বেড়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন চিকিৎসকরা। এবং ধীরে ধীরে চিকিৎসকদের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে বলেই দেখা যাচ্ছে। আপাতত এই আতঙ্কের পরিবেশ কাটাতে মরিয়া বিশেষজ্ঞ চিকিৎসকরা আর তার জন্য অপেক্ষা এখন ভ্যাকসিনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!