এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার করোনা আক্রান্ত হলেন হেভিওয়েট বাম চিকিৎসক নেতা! ক্রমশ চেপে বসছে আতঙ্কের গ্রাস!

এবার করোনা আক্রান্ত হলেন হেভিওয়েট বাম চিকিৎসক নেতা! ক্রমশ চেপে বসছে আতঙ্কের গ্রাস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে দেখা যাচ্ছে, দেশের সর্বত্র এমনকি এই রাজ্যেও করোনা আক্রান্ত হচ্ছেন প্রথম সারির করোনা যোদ্ধারা। যাঁদের মধ্যে ডাক্তার, পুলিশ, নার্স সবাই রয়েছেন। মনে করা হচ্ছে, করোনা যোদ্ধারা এতদিন পর্যন্ত যে লড়াই চালিয়ে গিয়েছেন অবিশ্রান্তভাবে, তারই ফলে তাঁদের করোনা আক্রান্ত হতে হচ্ছে। করোনা আক্রান্ত হয়ে তাঁদের অনেকেরই মৃত্যু পর্যন্ত হয়েছে। এই অবস্থায় আবারও আতঙ্কের খবর রাজ্যের রাজনৈতিক মহলে। প্রয়াত স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র বাম চিকিৎসক নেতা ফুয়াদ হালিম এবার করোনা আক্রান্ত হয়েছেন।

এই খবর জানিয়েছেন, ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা শাহ হালিম। তবে তিনি এই খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। ফুয়াদ হালিমের স্ত্রী জানিয়েছেন, ফুয়াদ হালিমকে এই মুহূর্তে বেলভিউয়ের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাঁর রিপোর্ট যদিও নেগেটিভ এসেছে, তা সত্ত্বেও চিকিৎসকদের সন্দেহ তিনি করোনায় আক্রান্ত হয়ছেন। অন্যদিকে জানা গিয়েছে, করোনা সংকটের মধ্যেও ফুয়াদ হালিম তাঁর নিজের তৈরি ‘কলকাতা স্বাস্থ্য সংকল্পে’র কাজ চালিয়ে যাচ্ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফুয়াদ হালিমের এই প্রতিষ্ঠানে দুঃস্থ মানুষদের মাত্র 50 টাকায় ডায়ালিসিস করা হয়। একজন সুচিকিৎসক হিসেবে তিনি তাঁর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। জানা গিয়েছে, করোনা আবহে যখন বেশিরভাগ ডায়ালিসিস কেন্দ্র বন্ধ ছিল, তখন মাত্র 50 টাকায় গত 26 শে মার্চ থেকে 30 শে জুন পর্যন্ত ফুয়াদ হালিম এর হাসপাতালে 2357 জনের ডায়ালিসিস করা হয়েছে। সম্প্রতি চিকিৎসক ফুয়াদ হালিমের শরীনা,করোনার লক্ষণ ফুটে ওঠে।

প্রথম কয়েকদিন তিনি হোম আইসোলেশনে থাকলেও অবস্থার উন্নতি হয়নি। তাই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। অন্যদিকে ফুয়াদ হালিমের করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পর থেকেই রাজ্যের বাম শিবির যথেষ্ট চিন্তিত বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ফুয়াদ হালিম এর খবর নিতে একাধিক বাম নেতা তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন বলে খবর। প্রত্যেকেরই এখন প্রার্থনা, যাতে ফুয়াদ হালিম এর মতন একজন দায়িত্বশীল ডাক্তার করোনা যোদ্ধা হিসেবে জয়ী হন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!