এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > এবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল এই রাজ্যেও, চরম উদ্বেগে জেলা স্বাস্থ্যকর্তারা

এবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল এই রাজ্যেও, চরম উদ্বেগে জেলা স্বাস্থ্যকর্তারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর এবার সামনে আসছে তৃতীয় ঢেউয়ের পালা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই নিয়ে চরম উদ্বেগ। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকারে সামনে আসবে। আর এবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াবে। আর এবার এই ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল পশ্চিমবঙ্গেই, যা আতঙ্ক চতুর্গুণ বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকেই ডেল্টা ভ্যারিয়েন্ট ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের যে 35 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ডেল্টা প্রজাতির স্ট্রেন পাওয়া গিয়েছে, তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ।

সম্প্রতি পূর্ব মেদিনীপুরে কোভিডের ডেল্টা স্ট্রেনের দেখা পাওয়া গেছে যা নিয়ে উদ্বেগ বেড়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের। তাঁদের তরফ থেকে করোনার বিধিনিষেধ আরো কড়া ভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, বেশ কয়েকজনের নমুনায় ডেল্টা প্রজাতির খোঁজ মিলেছে। তাই এবার খোঁজ নেওয়া হচ্ছে আক্রান্তরা কতজনের সংস্পর্শে এসেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টা প্রজাতি ভয়াবহরূপে সংক্রমণ ছড়াতে পারে। কার্যত একবার যদি সংক্রমণ ছড়িয়ে যায় বহু জনের মধ্যে তাহলে খুব তাড়াতাড়ি আবারও গোষ্ঠী সংক্রমণ শুরু হবে। তাই সংক্রামিতদের হদিশ পেতে এবার বিভিন্ন জায়গায় কন্টাক্ট ট্রেসিং শুরু হবে বলেও জানা গিয়েছে।

কার্যত ডেল্টা ভ্যারিয়েন্টকে সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রজাতি বলেই মনে করা হচ্ছে। দেশের 45 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার বিভিন্ন প্রজাতি ধরা পড়েছে। তার মধ্যে প্রতিটিতে ডেল্টার দেখা পাওয়া গেছে। জানা গেছে, পশ্চিমবঙ্গে বিদেশ থেকে আসা মাত্র চার জনের শরীরে ডেল্টার নমুনা পাওয়া গিয়েছে। কিন্তু বাকি 1394 জনের শরীরে যে ডেল্টার দেখা পাওয়া গেছে তারা প্রত্যেকেই এ রাজ্যের বাসিন্দা। পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য সচিব বিভাস রায় ইতিমধ্যেই জানিয়েছেন, ডেল্টার খোঁজ পেতে ইতিমধ্যেই শুরু হতে চলেছে জিনোম সিকুয়েন্স। তিনি আরও জানিয়েছেন, জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া যেমন হয়েছে, তেমনি করোনা নিষেধাজ্ঞা আরও কড়া করার কথা বলা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত বিশেষজ্ঞরা মনে করছেন ভিড়, জমায়েত বন্ধ রেখে, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাড়িয়ে পারস্পরিক দূরত্ব মেনে চললে ডেল্টা  ভ্যারিয়েন্টকে হারিয়ে দেওয়া সম্ভব হবে। জেলা স্বাস্থ্যকর্তাদের মতে, যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্ট অন্যদের তুলনায় বেশি সংক্রামক, তাই এই ভ্যারিয়েন্টের আঘাতে ক্ষতি হচ্ছে অনেক বেশি। অতএব সদাসতর্ক থাকলেই এই ডেল্টাকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে। তবে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে আতঙ্কের কালো ছায়া। যেভাবে ডেল্টার খোঁজ পাওয়া গেছে, তা নিয়েই চিন্তা বেড়ে চলেছে।

সবথেকে বড় আশংকা হচ্ছে, পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে সংক্রমণ যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে নতুন করে বিপত্তি বাড়বে। এমনিতেই অবশ্য রাজ্য সরকার আগামী 15 ই আগস্ট পর্যন্ত করোনার বিধিনিষেধ জারি করে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু ছাড়ও দেওয়া হয়েছে। এবার যদি আবার সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে কার্যত বিপত্তি বাড়াবে। তাই এবার ডেল্টার সংক্রমণের শিকার যারা হয়েছেন, বা যারা সংক্রামিতদের সংস্পর্শে এসেছেন, তাঁদের খোঁজ কত তাড়াতাড়ি পাওয়া যায় সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!