এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার করোনার হানা তৃণমূল শিবিরে, উদ্বিগ্নতা চরম সীমায়

এবার করোনার হানা তৃণমূল শিবিরে, উদ্বিগ্নতা চরম সীমায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সরস্বতী পুজো মিটতে না মিটতেই নতুন করে আবারও উদ্বেগের খবর তৃণমূল শিবিরে। জানা গেছে, এবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবার করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি রাজ্যজুড়ে করোনা দীর্ঘদিন পর স্বস্তি জাগিয়েছে। কিন্তু আপাতদৃষ্টিতে করোনার এই রূপ স্বস্তিজনক লাগলেও করোনা যে এখনো চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে, সে কথা প্রমাণ হলো শোভনদেব চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায়।

জানা গেছে, মঙ্গলবার রাতেই তাঁর জ্বর আসে এবং সাথে সর্দি কাশিও ছিল। এর পরেই তিনি করোনা পরীক্ষা করান এবং তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে জানা গিয়েছে, করোনা হলেও মন্ত্রী কিন্তু ততটা অসুস্থ হননি। আর তাই নিজের বাড়িতেই তিনি আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য করোনার শুরুতেই রাজ্যের সমস্ত প্রবীণ মন্ত্রীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। এতদিন পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সেভাবেই কাজ করছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু গত কয়েক দিন যাবত করোনা কমে যাওয়ার ইঙ্গিত মিলছে। যথারীতি এবার ধীরে ধীরে সবাই বাইরে বেরোতে শুরু করেছে। একই পথে হেঁটে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও বাইরে বেরোন ভোটের প্রচারে। মঙ্গলবার সরস্বতী পূজোর দিনেও তিনি প্রচুর মানুষের সংস্পর্শে আসেন বলে জানা গিয়েছে। আর সেদিন রাত থেকেই শোভনদেব চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। বুধবার তাঁর করোনা পরীক্ষা হলে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।

এরপরে তড়িঘড়ি মন্ত্রী শোভনদেব নিজেই আইসোলেশনে চলে যান। বিশেষজ্ঞদের মতে, করোনা এখনো পুরোপুরি ঠিক হয়নি। এই অবস্থায় আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও করোনা কিন্তু এখনো মরণ কামড় দেবার মতন যথেষ্ট সক্রিয়। আর সে কথা প্রমাণ হয়ে গেল মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায়। চিকিৎসকরা কিন্তু করোনার ভয়াবহতাকে এত তাড়াতাড়ি ভুলতে রাজি নন। আর তাই তাঁরা মাস্ক সহ বিশেষ বিশেষ সাবধানবাণী এখনও দিয়ে চলেছেন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!