এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার সিপিএম কর্মী খুনের পুরোনো মামলায় প্রভাবশালী তৃণমূল নেতাকে শমন NIA-এর বিশেষ আদালতের!

এবার সিপিএম কর্মী খুনের পুরোনো মামলায় প্রভাবশালী তৃণমূল নেতাকে শমন NIA-এর বিশেষ আদালতের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে ছত্রধর মাহাতো জেলে থাকার পর 10 বছর পর তিনি মুক্তি পেয়েছেন। ছত্রধর মাহাতোকে জঙ্গলমহলের একচ্ছত্র অধিপতি বলে মনে করা হয়। দীর্ঘ কারাবাসের পর উল্লেখযোগ্যভাবে রাজ্য সংগঠন এর অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি। রাজনৈতিক মহলে বলা হয়, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একসময় নাভিশ্বাস তুলে দিয়েছিলেন এই ছত্রধর মাহাতো। সেই ছত্রধর মাহাতোই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে নেমেছেন।

অন্যদিকে জঙ্গলমহলের পরিচিত মানুষ ছত্রধর মাহাতোকে সামনে রেখে জঙ্গলমহল পুনরুদ্ধারে নেমেছে তৃণমূল। তবে ছত্রধর মাহাতো যেই মুহূর্তে রাজ্যের শাসকদলের কমিটিতে এলেন, উল্লেখযোগ্যভাবে ঠিক তখনই তাঁর বিরুদ্ধে নতুন করে আইনি নোটিশ জারি হয়। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই এবার পুরনো সিপিএম কর্মী খুনের মামলায় ছত্রধর মাহাতো সহ 30 জন অভিযুক্তকে এনআইএ এর বিশেষ আদালত তলব করেছে বলে জানা গেছে। আগামী 25 শে সেপ্টেম্বর ছত্রধর সহ অন্যান্য অভিযুক্তদের আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন পাঠানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে লালগড় থানার আই সি কে নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি অভিযুক্তদের কাছে পাঠানোর জন্য। প্রসঙ্গত, রাজধানী এক্সপ্রেস আটক এবং সিপিএম খুন- এই দুটি পুরনো মামলাকে নতুন করে এনআইএ হাতে নিয়েছে এবং তারপরেই দুটি মামলার নথি এনআইএ আদালতে পাঠানো হয়েছে। তবে ছত্রধরের আইনজীবী কৌশিক সিংহ অভিযোগ করেছেন, এনআইএ আদালতে মামলার নথি পৌঁছালেও অভিযুক্তদের বা তাঁদের আইনজীবিদের তা জানানো হয়নি। অন্যদিকে শুক্রবার ছত্রধর মাহাতো অভিযোগ করেছেন, রাজনৈতিক অভিসন্ধি সফল করতে তাঁকে হয়রান করতে মামলার পুনঃতদন্ত করা হয়েছে।

তবে ছত্রধর মাহাতো এদিন জানিয়েছেন, তিনি মামলার যাবতীয় সাহায্য করবেন এবং আদালতে যাবেন। ইউপিএ মামলায় হাইকোর্ট ছত্রধরের সাজা কমিয়ে দিলেও ঝাড়গ্রাম ও লালগড় থানার দুটি পুরনো মামলা থেকে এখনো মুক্তি পাননি ছত্রধর মাহাতো। আর সেই দুটি মামলাকেই এবার নতুন করে পুনর্তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বিধানসভার নির্বাচনের প্রাক্কালে জঙ্গলমহলে আবারও জমি ফিরে পেতে ছত্রধর মাহাতোই বর্তমানে তৃণমূলের মুখ হয়ে উঠতে চলেছিলেন। কিন্তু নতুন করে ছত্রধর মাহাতোর নামে তদন্ত শুরু হওয়াতে সেই পরিকল্পনায় বাঁধা পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!