এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > এবার সিপিএমের দুর্গে ফাটল ধরালো গেরুয়া শিবির, দাপুটে নেতার বিজেপিতে প্রবেশ

এবার সিপিএমের দুর্গে ফাটল ধরালো গেরুয়া শিবির, দাপুটে নেতার বিজেপিতে প্রবেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বাংলার রাজনৈতিক মহাযুদ্ধের প্রেক্ষাপটে অনবরত হয়ে চলেছে দলবদল। এই দলবদলের ধাক্কায় তৃণমূল শিবিরকে প্রায় কোণঠাসা করে দিয়েছে গেরুয়া শিবির বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের তৃণমূল শিবিরের ছোট, বড় নেতা থেকে তৃণমূলের সাংস্কৃতিক মহল থেকেও নাগাড়ে যোগদান চলছে গেরুয়া শিবিরে। তবে এবার তৃণমূল থেকে নয়, সিপিএমে ভাঙন ধরিয়ে বেরিয়ে গেলেন ডাকসাইটে নেতা। জানা গিয়েছে, হাওড়ার বাগনানে দাপুটে শ্রমিক নেতা সিপিএম সংগঠন ছেড়ে এবার বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দিলেন।

যথারীতি এই ঘটনা কিন্তু ইঙ্গিত করছে হাওড়া জেলার গ্রামীণ এলাকায় গেরুয়া শিবিরের সংগঠন বাড়ার দিকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনীতিতে এতদিন পর্যন্ত মূলত তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যাওয়ার একমুখী ঝোঁক দেখা গিয়েছিল। কিন্তু এবার বিজেপির মূল সংগঠনের পাশাপাশি শ্রমিক সংগঠনের জোর বাড়াতে উদ্যোগী হয়েছে বিজেপি। আর বিজেপির এই উদ্যোগে সাড়া দিয়ে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ছেড়ে হাওড়া জেলার অন্যতম দাপুটে সিপিএম নেতা অশোক চক্রবর্তী যোগ দিলেন গেরুয়া শিবিরের ট্রেড ইউনিয়নে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, বাগনান সিটু অটো ইউনিয়নের কার্যকরী সভাপতি ছিলেন তিনি। এদিন প্রায় শ’খানেক কর্মী নিয়ে তিনি বাগনান গ্রামীণ জেলা বিজেপির সদর কার্যালয়ে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। তাঁর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলা সভাপতি তপন মন্ডল। বিজেপিতে যোগ দিয়েই অশোক চক্রবর্তী দাবি করেছেন, বাগনানসহ সারা বাংলায় তৃণমূল শ্রমিকদের ওপর চালাচ্ছে চরম অত্যাচার।

এই অত্যাচার প্রতিরোধ করতে সিটুর সাংগঠনিক জোর নেই। বরং বিজেপি প্রতিরোধ করতে পারবে। খুব স্বাভাবিকভাবেই সিটু নেতার গেরুয়া শিবিরে যোগদান যঠেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহুর্তে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিটুর অন্যতম নেতা গেরুয়া শিবিরে যোগদান করায় বিজেপির শ্রমিক সংগঠনের শক্তি যে বেশ কিছুটা বাড়ল তা অনুমান করা যায়। পাশাপাশি রাজ্যের অন্যতম শক্তিশালী শ্রমিক সংগঠন সিটুও যে প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে, তা অনস্বীকার্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!