এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার দাদার অনুগামীরা নিলেন বড়সড় পদক্ষেপ!

এবার দাদার অনুগামীরা নিলেন বড়সড় পদক্ষেপ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যেদিন থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে, প্রায় সেদিন থেকেই বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সভার ওপর জোর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেতা। যেখানে যেখানে তিনি সভা করতে যাচ্ছেন, সেখানে ব্যাপক প্রচার করা হচ্ছে দাদার অনুগামীদের তরফ থেকে। যেখানে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার এবং ছবি দিয়ে তার তলায় লিখে দেওয়া হচ্ছে, প্রচারে দাদার অনুগামী। দীর্ঘদিন ধরেই এই দাদার অনুগামী কে বা কারা, তা নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছিল বঙ্গ রাজনীতিতে। বর্তমানে শুভেন্দু অধিকারী দলের সঙ্গে দূরত্বকে আরো বাড়িয়ে মন্ত্রী পদ থেকে ইস্তফা পর্যন্ত দিয়ে দিয়েছেন। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তিনি দলত্যাগ করতে পারেন।

তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এই পরিস্থিতিতে এবার দাদার অনুগামীদের পক্ষ থেকে নেওয়া হল বড়সড় পদক্ষেপ। যেখানে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে পুরুলিয়া জেলায় একটি রাজনৈতিক কার্যালয় খুলে বসলেন তার অনুগামীরা। জানা গেছে, এই উদ্যোগের পেছনে রয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূলের সম্পাদক গৌতম রায়। কিন্তু তিনি তৃণমূলের একটি পদাধিকারী হওয়া সত্ত্বেও, কেন শুভেন্দু অধিকারীকে সামনে রেখে এইভাবে দাদার অনুগামী বলে পৃথক কার্যালয় খোলা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা। ফলে তার প্রচার করতে তৃণমূল কংগ্রেসের অনেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তার ছবি এবং পোস্টার লাগাতে শুরু করেছিলেন। আর এই ঘটনায় কার্যত স্পষ্ট হয়ে গেল যে, সেই দাদার অনুগামীরা তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক। কিন্তু যেভাবে দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে পৃথকভাবে সেই দাদার অনুগামীদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদল শুভেন্দু অধিকারীকে সামনে রেখে পার্টি অফিস পর্যন্ত খুলে দেওয়া হল, তাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখন যে লড়াই শুরু হতে পারে এই নতুন রাজনৈতিক সংস্থার, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

জানা গেছে, এদিন এই নতুন দপ্তরে রীতিমতো চেয়ার-টেবিল বসিয়ে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাদের কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু তৃণমূলের সমস্ত কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এতদিন পূর্ব মেদিনীপুর জেলা বাজার সংলগ্ন জেলাগুলোতে শুভেন্দু অধিকারীর ছবি থাকলেও, এদিন শুধুমাত্র সেই কার্যালয়ে শুভেন্দু অধিকারীর ছবি দেখা গেছে। যা নিয়ে জেলা জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে। কিন্তু তিনি তৃণমূলের পদাধিকারী হওয়া সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীকে সামনে রেখে এইভাবে পৃথক কার্যালয় খুললেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গেই কার্যালয়ের মূল উদ্যোক্তা তৃণমূলের গৌতম রায় বলেন, “শুভেন্দু অধিকারীর মত জননেতা যেদিকে থাকবেন, আমরাও সেদিকে থাকব। জেলার উন্নয়নমূলক কাজ করতে যাতে সুবিধা হয়, সেই কারণেই কার্যালয় আমরা খুলেছি। তৃণমূল এখন একটা বাজারি কোম্পানিতে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এখন দলের অবস্থা এমন হয়ে গিয়েছে যেহ তেল মারতে পারলে তবে তার গুরুত্ব আছে, নাহলে নেই। এটা আমরা মানতে পারছি না। প্রশান্ত কিশোরের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলকে বিক্রি করে দিয়েছেন।”

স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর একজন অনুগামী যেভাবে দাদার অনুগামী বলে কার্যালয় খুলে রীতিমত তৃণমূল দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন, তাতে শাসকদলের বিড়ম্বনা ক্রমশ বাড়তে শুরু করল পুরুলিয়া জেলাতে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করেন, তাহলে তার পথ ধরে অনেকেই দল ছাড়বেন বলে আশঙ্কা করা হয়েছিল। যদিও বা তাতে গুরুত্ব দিতে রাজি ছিল না তৃণমূল কংগ্রেস।

কিন্তু এবার পুরুলিয়া জেলাতে যেভাবে আর মুখে নয়, কাজে রীতিমতো পার্টি অফিস খুলে সেই শুভেন্দু অধিকারীকে সামনে রেখে কার্যকলাপ শুরু করে দিলেন দাদার অনুগামীরা, তাতে শাসকদলের অস্বস্তি প্রবল পরিমাণে বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!