এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > এবার দলীয় ‘ময়নাতদন্তে’ অনুব্রত মন্ডল, শাস্তির ভয়ে থরহরিকম্প তৃণমূলের নিচুতলার নেতা-কর্মীরা!

এবার দলীয় ‘ময়নাতদন্তে’ অনুব্রত মন্ডল, শাস্তির ভয়ে থরহরিকম্প তৃণমূলের নিচুতলার নেতা-কর্মীরা!

2019 এর লোকসভা ভোটের পর তৃণমূল দল যথেষ্ট সাবধানী হয়ে উঠেছে। পরিকল্পনামাফিক তৃণমূল মেপে মেপে রাজনৈতিক ময়দানে পা ফেলছে। ইতিমধ্যে তৃণমূলের সমস্ত রাজনৈতিক খসড়া তৈরি করছে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর। আর প্রশান্ত কিশোরের পরিকল্পনা অনুযায়ী তৃণমূল প্রতিটি দায়িত্ব পালন করছে। সেই অনুযায়ী এবার বীরভূম জেলা জুড়ে শুরু হচ্ছে বিধানসভা ভিত্তিক সম্মেলন। লোকসভা ভোটে বিজেপির উত্থানে তৃণমূলের অন্দরে এখন চিন্তার ভাঁজ। তাই বিজেপিকে আটকাতে যেকোনো মূল্যে তৃণমূল শিবির উঠে পড়ে লেগেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এবার বীরভূম জেলা জুড়ে বিধানসভা ভিত্তিক বুথ সম্মেলন শুরু হচ্ছে। আর তাতে প্রধান বক্তা হিসেবে থাকছেন অনুব্রত মণ্ডল। আজ থেকে জেলা জুড়ে এই সম্মেলন শুরু হয়েছে। প্রতিটি বুথ ধরে অনুব্রত মণ্ডল প্রশ্ন করবেন বলে শোনা গেছে। তাই দলের নেতাকর্মীরা রীতিমতো আতঙ্কিত বলে সূত্রের খবর।

অন্যদিকে, তৃণমূল দলীয় সূত্রে জানা গেছে, গত চৌঠা নভেম্বর অনুব্রত মণ্ডল সিউড়ি রবীন্দ্রসদনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আগে থেকেই বলে ছিলেন এই সম্মেলনের কথা। এই সম্মেলনে অনুব্রত মণ্ডল দলের ব্লক অঞ্চলে বুথ স্তরের নেতৃত্ব এবং কর্মীদের বিভিন্ন প্রশ্ন করবেন এবং তাঁদের সঠিক উত্তর দিতে হবে বলে জানানো হয়েছে। সিউড়িতে পুরন্দরপুরে প্রথম এই সম্মেলন হতে চলেছে। সিউড়ি ও সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত নেতাকর্মীরা হাজির থাকবেন বলে জানা গেছে।

পরে অবশ্য এই সম্মেলন সাঁইথিয়াতেও হবে বলে জানা গেছে। বীরভূম জেলার সহ-সভাপতি অভিজিৎ সিংহ জানিয়েছেন, পুরন্দরপুরেই এই প্রথম এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও ব্লক নেতৃত্তের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্রের খবর প্রতিটি বুথে সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইছেন জেলা নেতৃত্ব এলাকার স্থানীয় নেতাদের কাছ থেকে আর এই পরিস্থিতি সামলাতে এই এলাকার ব্লক সভাপতি দের কার্যত হিমশিম অবস্থা ইতিমধ্যে জেলার প্রত্যেকটি ব্লক নেতৃত্ব অঞ্চল বুথ নেতাদের সঙ্গে প্রাথমিক একটি বৈঠক করেছে তবে এই মুহূর্তে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এর সামনে দাঁড়ানো তাই ব্লক স্তরের নেতাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে

সূত্রের খবর, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রত্যেকটি বুথের বিষয়ে খোঁজখবর নিতে পারেন। বুথের ভোটার সংখ্যা থেকে শুরু করে সেই বুথে হারের কারণ পর্যন্ত জানাতে হতে পারে। বুথ সভাপতিদের উত্তরের সাথে জেলার নেতারা উত্তর মিলিয়ে দেখবেন। সঠিক উত্তর না দিলে নেতাদের ঘাড়ে নেমে আসতে চলেছে শাস্তির খাঁড়া।

প্রসঙ্গত, বীরভূমে তৃণমূল দল চালায় একেবারে কর্পোরেট স্টাইলে। গত 2016 সালের বিধানসভা নির্বাচনের আগেও এভাবেই বুথ ভিত্তিক সম্মেলন করা হয়েছিল। লোকসভা ভোটের আগেও একইভাবেই সম্মেলন করা হয়। তার জেরেই জেলায় লোকসভা নির্বাচনে তৃণমূল জয় পেলেও, বুথস্তরে তাঁদের হার হয়েছে। শুধু তাই নয়, বীরভূমের অধিকাংশ পুরসভায় তৃণমূল পিছিয়ে গেছে।

2021 সালের নির্বাচনকে মাথায় রেখে এবার তৃণমূল পরিকল্পনামাফিক দলীয় সংগঠনের কাজকর্মের খতিয়ান দেখতে চলেছেন। বর্তমানে বীরভূম জেলায় তৃণমূলের সাথে টক্কর দিচ্ছে বিজেপি শিবির। এবং লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকায় তৃণমূল যথেষ্ট সাবধানী পথ অবলম্বন করেছে। তাই বিধানসভা ভোটের আগেই অনুব্রত মণ্ডল বীরভূমের দলকে সরেজমিনে দেখার জন্য সম্মেলনের আয়োজন করেছেন।

শোনা গেছে, আপাতত বিধানসভা ভিত্তিক বুথ সম্মেলন হবে এবং পরবর্তীকালে মহিলা ব্লক ভিত্তিক সম্মেলন হবে। অন্যদিকে, তৃণমূলের এক সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি এই মুহূর্তে পিছিয়ে পড়েছে রাজ্যে। কারণ, এনআরসি প্রচারে মানুষের কাছ থেকে তাঁরা দূরে সরে গেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের আবেগের পাশে দাঁড়াতে বুথ স্তর থেকে দলের সাংগঠনিক কাজকর্মের ওপর নজর দেওয়া শুরু হচ্ছে।

সমগ্র বিষয়টি পর্যবেক্ষণ করে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, লোকসভা ভোটে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল রীতিমতো কোণঠাসা অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে 2021 এর বিধানসভা ভোট মাথায় রেখে তৃণমূল তাঁর ঘর গোছাতে চাইছে। আর সেই লক্ষ্যেই তাঁরা দলীয় ময়নাতদন্ত করতে প্রস্তুত হয়েছে। আপাতত পশ্চিমবঙ্গের সামনে একের পর এক নির্বাচন। আর এই নির্বাচনগুলির কথা মাথায় রেখেই সেজে উঠছে রাজ্যের যুযুধান রাজনৈতিক শিবিরগুলি। আপাতত পশ্চিমবঙ্গের ভোটের আবহাওয়ার দিকেই এখন নজর রয়েছে সমস্ত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!