এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার দেবশ্রী-কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী

এবার দেবশ্রী-কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 25 নভেম্বর করিমপুর, খড়্গপুরের সাথে সাথে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও উপ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলবে। এই উপনির্বাচনকে ঘিরে এখন রাজনৈতিক দলগুলির ব্যস্ততা তুঙ্গে। উপনির্বাচনে নিজেদের দক্ষতা দেখাতে প্রস্তুত হচ্ছে রাজ্যের যুযুধান রাজনৈতিক শিবিরগুলি। নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে।

এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর ভূমিকা নিয়ে কালিয়াগঞ্জের উপ নির্বাচনের প্রচার পর্বে জোর দিলো তৃণমূল। এবারের নির্বাচনী প্রচারে তৃণমূলের প্রধান হাতিয়ার এনআরসি বিরোধীতার সাথে সাথে রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে উন্নয়নের ফলায় বিদ্ধ করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে।

সোমবার কালিয়াগঞ্জ বিধানসভার কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নির্বাচনী প্রচার চালায় এবং সেখানেই তাঁরা দেবশ্রী চৌধুরীর এলাকার উন্নয়ন সংক্রান্ত প্রশ্নে আক্রমণ চালায় বিরোধী পক্ষকে। কালিয়াগঞ্জ এর নির্বাচনী প্রচারে বেরিয়ে নির্বাচনী পর্যবেক্ষক তথা রাজ্যের শ্রমদপ্তর প্রতিমন্ত্রী গোলাম রব্বানী জানিয়েছেন, “তৃণমূলের নির্বাচনী প্রচার এর প্রধান বিষয় এনআরসি। কারণ বিজেপি এরাজ্যে এনআরসি লাগু করে রাজবংশী, সংখ্যালঘু সহ বিভিনন সম্প্রদায়ের বাসিন্দাদের দেশছাড়া করার ছক কষেছে।” এ নিয়ে তিনি আরো বলেন, “তবে শুধু এনআরসির বিরুদ্ধে প্রচারে তৃণমূলের দায়িত্ব শেষ হয়না। সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে গত ছয় মাসে দেবশ্রীর ভূমিকা কী, কালিয়াগঞ্জবাসীর জানা দরকার।”

দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল। তিনি বলেন, লোকসভা নির্বাচনের প্রচারে এসে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে এইমস, দিনে রাধিকাপুর থেকে কলকাতাগামী ট্রেন চালুর ব্যাপারে এবং ডালখোলায় বাইপাস রাস্তা ছাড়াও একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কালিয়াগঞ্জবাসীকে। যদিও তার একটা প্রতিশ্রুতিও পালন হয়নি লোকসভা নির্বাচনের পর ছয় মাস কেটে গেলেও। এই অভিযোগের ভিত্তিতে সংবাদমাধ্যম কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর সাথে যোগাযোগ করতে গেলে অসফল হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দেবশ্রী চৌধুরীর ব্যক্তিগত সচিব তথা বিজেপির জেলা সম্পাদক অসীম চন্দ এই অভিযোগের পাল্টা জানিয়েছেন, “এতদিন তৃণমূলের সিনিয়র ভুল বুঝেছে। মানুষ মিথ্যাচারের রাজনীতি বুঝতে পারছেন। এবার তাঁদের নতুন করে বোকা বানাতে দেবশ্রীদির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে।” এদিন অসীম আরো বলেন, দেবশ্রী চৌধুরী লোকসভা নির্বাচনের পর সংসদ 1 কোটি 30 লক্ষ টাকা খরচ করে কালিয়াগঞ্জে ইতিমধ্যে রাস্তাঘাট, শ্মশান, ভবন, পানীয় জলের পরিকাঠামো তৈরি সহ 33 টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিকল্পনা করেছেন। এবার অন্য প্রতিশ্রুতিগুলো তিনি পালন করার অবশ্যই চেষ্টা করবেন বলে জানা গেছে।

কালিয়াগঞ্জের উপনির্বাচনে জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কালিয়াগঞ্জ তৃণমূল প্রার্থী তপন দেব সিংহকে সাথে নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ ও মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে নির্বাচনী প্রচার করেন। অন্যদিকে, রাত পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ ও বিধায়ক খগেশ্বর রায় কালিয়াগঞ্জ এর বোচাডাঙ্গা, বরুণা, ধনকৈল ও রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কর্মীসভা ও পাড়া বৈঠক করেন।

লোকসভা নির্বাচনের পর এই প্রথম উপনির্বাচনকে ঘিরে তৃণমূল নেতাদের চিন্তা দ্বিগুণ। উপনির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল তৈরি করতে গেলে নির্বাচনী প্রচারে জোর দিতে হবে সে কথা সকলেরই জানা আর তাই এবার নির্বাচনী প্রচারে জোর দিতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল দল। অন্যদিকে, রাজনৈতিক মহলের দাবি, আগামী দিনে এই উপনির্বাচনকে ঘিরে যে নির্বাচনী যুদ্ধ হতে চলেছে তাতে একটা কথা স্পষ্ট, উপ-নির্বাচনের ফল যদি পজিটিভ হয়, তাহলে জয়ী দল 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছুটা আত্মবিশ্বাস অর্জন করবে। আপাতত এই উপনির্বাচন জেতার চেষ্টায় কে কতটা কার্যকর হতে পারে সেদিকে নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!