এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার ধর্মান্তকরণ ও বিয়ে নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের! পুরোটা জানলে চমকে যাবেন আপনিও

এবার ধর্মান্তকরণ ও বিয়ে নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত হাইকোর্টের! পুরোটা জানলে চমকে যাবেন আপনিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিয়ের কারণে মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এক মহিলা। বিয়ের একমাস আগে হয়েছিল তাঁর ধর্মান্তর। তাঁর এই ধর্মান্তরের পর থেকেই বিভিন্ন মানুষ তাঁকে বারবার হুমকি দিচ্ছেন। তাই শেষ পর্যন্ত আদালতে গিয়েছিলেন এই মহিলা ও তাঁর স্বামী। আদালতের কাছে তিনি পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সেই মহিলার আবেদন এলাহাবাদ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র বিয়ের কারণে এই মুসলিম মহিলা ধর্মান্তরিত হয়েছেন। শুধুমাত্র বিয়ের কারণে ধর্মান্তরকে আদালত গ্রহণযোগ্য বলে বিবেচনা করে না।

এই মামলার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠি জানালেন যে, এই মুসলিম মহিলা বিয়ের মাত্র এক মাস আগে ধর্মান্তরিত হয়েছিলেন। অর্থাৎ কেবলমাত্র বিয়ের উদ্দেশ্যেই ধর্মান্তর হয়েছিল তাঁর। এই প্রসঙ্গে ২০১৪ সালের এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের কথা জানালেন বিচারপতি। যেখানে আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল যে, কেবলমাত্র বিয়ের জন্য ধর্মান্তর গ্রহণযোগ্য নয়। সংবিধানের ২২৬ নম্বর ধারা অনুযায়ী, এই বিষয়ে কোন রকম হস্তক্ষেপ করতে পারে না আদালত। এই কারণে স্বামী-স্ত্রীর আবেদন খারিজ হয়ে যায় আদালতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০১৪ সালে পুলিশের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন জানান এক দম্পতি। গত ২০১৪ সালে এক হিন্দু মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর থেকেই বারবার হুমকির শিকার হয়েছিলেন তিনি। শেষপর্যন্ত তিনি আদালতের দ্বারস্ত হয়েছিলেন। সেবার আদালতের রায়ে জানানো হয়েছিল যে, ইসলাম ধর্ম সম্পর্কে কোন জ্ঞান না থাকা সত্ত্বেও এবং ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস না থাকা সত্বেও কোন মুসলমান ছেলের কথায় কোন হিন্দু মেয়ের বিয়ের জন্য ধর্মান্তরিত হওয়া কোনোভাবেই বৈধ হতে পারে না।

গত ২০১৪ সালের এই মামলায় এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কোন একজন পুরুষ বা মহিলা ইসলাম ধর্মে সেক্ষেত্রেই ধর্মান্তরিত হতে পারেন, যদি সেই পুরুষ বা মহিলা প্রাপ্তবয়স্ক ও সেইসাথে স্বাভাবিক চিন্তার অধিকারী হয়ে থাকেন এবং ঈশ্বরের বা আল্লাহর একত্বের প্রতি তাঁর বিশ্বাস ও আস্থা থাকে এবং হযরত মহম্মদের আদর্শের প্রতিও তাঁর বিশ্বাস থাকে। তবেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল। আদালত আরও জানিয়েছিল যে, ধর্মীয় বিশ্বাস না থেকেও শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যদি কেউ ধর্ম বদলান, তাহলে সেই ধর্মান্তর কখনোই আদালত বৈধ বলে মনে করে না। কোন ধর্মান্তরের ক্ষেত্রে নিজের পূর্ব ধর্মের তত্ত্বের পরিবর্তে নতুন ধর্মের তত্ত্ব গুলিতে সৎভাবে বিশ্বাসের পরিবর্তন থাকা প্রয়োজন। তবেই সে ধর্মান্তর বৈধ বলে ঘোষিত হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!