এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার দিলীপ ঘোষের উদ্দেশ্যে বড়সড় হুঙ্কার ছাড়লেন অনুব্রত মন্ডল! উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে

এবার দিলীপ ঘোষের উদ্দেশ্যে বড়সড় হুঙ্কার ছাড়লেন অনুব্রত মন্ডল! উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম জেলায় কিন্তু তৃণমূল বেশ কিছুটা চাপের মুখে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে বীরভূম জেলাতেও গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করেছে। কিন্তু তার মধ্যেও এবার একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে উল্লেখ করে রীতিমতো হুংকার দিলেন অনুব্রত মন্ডল। একুশের মহারণ যত এগিয়ে আসছে, ততই তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে।

সেদিকে ইঙ্গিত করেই এবার বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষকে উল্লেখ করে সাবধান করেন তিনি যাতে ভাষা সংযত করেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই দলীয় সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্য করেন। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই অনুব্রত মণ্ডল এদিন দিলীপ ঘোষকে সাবধান করলেন বলে মনে করা হচ্ছে। এদিন অনুব্রত মণ্ডল জানিয়েছেন, দিলীপ ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তা নিয়ে নিন্দা জানানোর ভাষা নেই।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবিরের পক্ষ থেকেও কিন্তু চাকরি, 15 লক্ষ টাকা, খাদ্য, স্বাস্থ্যসাথীসহ বহু কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তার একটিও পালন করেনি বিজেপি। তাই মানুষ বিজেপিকে চিনে গেছে এবং সঠিক সময়ে তাঁরা জবাব দেবেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল এদিন দিল্লিতে চলা কৃষক আন্দোলন নিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এর বিরুদ্ধে যেরকম সারাদেশ থেকে কৃষকরা আন্দোলন চালাচ্ছেন, ঠিক সেভাবে এবার রাজ্যের কৃষকরাও আন্দোলনে নামবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ নিয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটি একটু এড়িয়ে যান। বরং তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তৃণমূল দল চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তৃণমূলের সবাই। দলের প্রধান হাতিয়ার তিনি। অন্যদিকে অনুব্রত এও জানান, যেহেতু দল থেকে এখনও কেউ যায়নি, তাই কাউকে নিয়ে কোনো মন্তব্য করা হবে না। উল্লেখ্য, এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয় কঙ্কালীতলা, কসবা, সিয়ান-মুলুক, আলবাঁধা ও সর্পলেহনা অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে।

অন্যদিকে এই কর্মী সম্মেলনে কিন্তু দলবদলের অনুষ্ঠানও হয় বলে জানা গিয়েছে। শাসক দলের দাবি, এদিন সভার শুরুতেই সিপিএম, কংগ্রেস এবং বিজেপি থেকে মোট 230 জন কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ভোটের বাজারে বিভিন্ন রাজনৈতিক জনপ্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সময়ে বেফাঁস মন্তব্য করেন এবং একে অপরকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা পেরিয়ে যান। সেরকমই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। যা নিয়ে তীব্র জলঘোলা চলছে বর্তমানে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি একুশের বিধানসভার নির্বাচনে নিরিখে ক্রমশ তীব্র হচ্ছে লড়াই, এবং পাশাপাশি ক্রমশ উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!