এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মহাযুদ্ধের আগে দিলীপ ঘোষের পঞ্চমুখ খোদ অভিষেক ব্যানার্জি! চমকে উঠল রাজ্যবাসী!

একুশের মহাযুদ্ধের আগে দিলীপ ঘোষের পঞ্চমুখ খোদ অভিষেক ব্যানার্জি! চমকে উঠল রাজ্যবাসী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ রাজনীতিতে দু’জনই যুযুধান। প্রায় দিনই তাঁদের মধ্যে বাকযুদ্ধ লেগে থাকে। কিন্তু হঠাৎ করেই হাওয়া অন্য খাতে বইল শনিবার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতি। তিনি অকুণ্ঠ ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে। সম্প্রতি বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সরব হন বিজেপি নেতারা। তাঁর মধ্যে ছিলেন বিজেপি রাজ্য সভাপতিও।

রাজ্যকে নিশানা করতে গিয়ে তিনি উত্তরপ্রদেশ ও বিহারের উদাহারণ দেন। আর তাতেই গদগদ খুশি হয়ে দিলীপ ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, উত্তরপ্রদেশ-বিহারের মতো মাফিয়ারাজ শুরু হয়েছে বাংলায়। এভাবে আইনশৃঙ্খলার অভনতি হলে পশ্চিমবঙ্গের নির্বাচন সঠিকভাবে করা যাবে না। টিটাগড়ের ঘটনা ঘটেছে থানার সামনে। থানার সামনে স্টেনগান নিয়ে ফায়ারিং চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই পুলিশ কিছু জানতে না, এটা হতে পারে না। দিলীপের ওই একটা মন্তব্যই বিজেপির কাছে অস্বস্তির হয়ে উঠেছে। ‘উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়ারাজ’ কথাটিকে তুলে ধরেই দিলীপ ঘোষকে ধন্যবাদ দিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলার কথা বলতে গিয়ে তিনি উত্তরপ্রদেশ ও বিহারের আসল চিত্রের কথা পরিস্ফুট করে দিয়েছেন।

টুইটারে অভিষেক লেখেন – “দিলীপ ঘোষের দলের দখলে থাকা উত্তরপ্রদেশ ও শরিকের দখলে থাকা বিহারে বহাল তবিয়তে মাফিয়ারাজ চলছে। এটা স্বীকার করে নেওয়ার জন্য দিলীপ ঘোষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।” দিলীপ ঘোষের এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!