এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় কি সত্যিই রাষ্ট্রপতি শাসন? দিলীপের মন্তব্যে ফিরহাদের তীব্র প্রতিক্রিয়া! বাড়ছে জল্পনা

বাংলায় কি সত্যিই রাষ্ট্রপতি শাসন? দিলীপের মন্তব্যে ফিরহাদের তীব্র প্রতিক্রিয়া! বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির বিভিন্ন নেতারা রাষ্ট্রপতি শাসনের দিকে ইঙ্গিত করলেও সেভাবে পরিষ্কার করে রাষ্ট্রপতি শাসন চাইছেন, এমন মন্তব্য করেননি। বরঞ্চ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে বলে কেন্দ্রের কাছে রিপোর্ট জমা করেছেন তারা। আর এই অবস্থাতে এবার সরাসরি না বললেও, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাকে নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে।

বস্তুত, কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি অমূলক নয়। আর তারপর থেকেই নতুন করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে জল্পনা তৈরি হয়। এমনকি এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে সেই জল্পনা দ্বিগুণ ভাবে বৃদ্ধি পায়। আর এবার বিজেপির রাজ্য সভাপতির গলায় সেই রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল।

সূত্রের খবর, এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “গণতন্ত্রে রাষ্ট্রপতি শাসন কাম্য নয়। তবে রাজ্যের আইন শৃঙ্খলার যা পরিস্থিতি, তাতে রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি হয়েছে। যা চাইছেন বহু বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ।” অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি একথা বলে সরাসরি রাষ্ট্রপতি শাসনের জন্য মন্তব্য না করলেও, তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নয়। তাই বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন চাইছেন সকলে। অর্থাৎ নিজের মুখ দিয়ে সরাসরি রাষ্ট্রপতি শাসনের কথা না বললেও, বাংলার আইন-শৃঙ্খলা দিকে আঙুল তুলে তৃণমূল সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে দিলীপ ঘোষ যখন এই কথা বলছেন, তখন তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যে এরকম অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো সবই রাজনৈতিক প্রচার। রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে নয়।” বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছুদিন ধরেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল।

তবে সাম্প্রতিক কালে রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন, এপ্রিল মাসেই তৃণমূল সরকার পড়ে যাবে। তাই আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হবে না। তবে তারপরেও রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে অভিযোগ তুলে সকলেই রাষ্ট্রপতি শাসন চাইছেন বলে কৌশলী মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাকে নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে বাংলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে দিলীপ ঘোষের এই কথা বাস্তব হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!