এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার দল ছেড়ে দিলেন তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক

এবার দল ছেড়ে দিলেন তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আবার একটি বড়সড় উইকেট পড়লো শাসকদল তৃণমূলের। সম্প্রতি তৃণমূল ছেড়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃণমূল ছেড়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ছেড়ে দিয়েছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এবার একই পথে হাঁটলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। দলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠালেন তিনি। তবে বিধায়ক পদ ত্যাগ করেননি শীলভদ্র দত্ত। দল ছেড়ে দিতেই নিজের অফিস থেকে খুলে ফেললেন মুখ্যমন্ত্রীর ছবি।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অন্তর্দ্বন্দ্বে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল। দলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতে শুরু করেছেন। সরব হতে শুরু করেছেন একাধিক হেভিওয়েট। সর্বপ্রথম কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী ক্ষোভের কারণে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এরপর দল ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর দল ছেড়ে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখরা।

এবার এই তালিকায় এলেন শীলভদ্র দত্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ইস্তফা পত্র লিখেছেন। সরকারি গাড়ি ছেড়ে দিয়েছেন তিনি। বাড়ছে তাঁর বিজেপি যোগের জল্পনা। এমনকি আগামীকাল শনিবার মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় তিনি থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, এমন সম্ভাবনার কথাও বলছেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। পিকে টিমের সদস্যরা তাঁর অফিসে গেলে তাদের তিনি ফিরিয়ে দেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও তাঁর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন নি। কিন্তু, শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বেশ কয়েকবার তিনি দেখা করেছেন বলে সূত্রের খবর।

ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত একাধিকবার তৃণমূল দলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছিলেন যে, ২২ বছর ধরে রাজনীতি করছেন তিনি, কিন্তু তাকে জ্ঞান দিচ্ছে এক কর্পোরেট সংস্থা। তা তিনি মেনে নিতে পারেননি কিছুতেই। আবার, একটা সময় ফেসবুকে তিনি লিখেছিলেন, ” দমবন্ধ হয়ে আসছে। মন চাইছে মুক্ত আকাশে মুক্তি। ”

তাঁকে দলে ধরে রাখতে পিকে টিমের সদস্যরা গিয়েছিলেন, তাঁর কাছে। কিন্তু তাদের সঙ্গে তিনি সেভাবে কোনো কথাই বলেননি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তাঁকে তিনি বাড়িতে পাননি। এবার তিনি কার্যালয় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সড়িয়ে দিয়েছেন। সেখানে স্বামী বিবেকানন্দের ছবি রেখেছেন, যার পেছনে দেখা যাচ্ছে গেরুয়া রং। তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা? সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু জানাননি।

গত, লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে বিজেপি ৩৫১৯ টি ভোটে এগিয়ে গিয়েছিল তৃণমূলের থেকে। এই অবস্থায় শীলভদ্র দত্ত বিজেপিতে যোগ দিলে তাঁকে ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী করার জল্পনা আছে । বস্তুত, তাঁর মত হেভিওয়েট নেতা যদি নির্বাচনের প্রাক্কালে তৃণমূল দল ছেড়ে চলে যান বিজেপিতে। তবে যথেষ্ট বিপাকে পড়বে, শাসকদল তৃণমূল, এমনটা মনে করছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!