এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার দলেরই মহিলা নেত্রীকে নিগ্রহ করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে

এবার দলেরই মহিলা নেত্রীকে নিগ্রহ করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারী নির্যাতনের ঘটনা এবার খোদ গেরুয়া শিবিরে। আর এই ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে। ভোটের আবহে এমনিতেই রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা এখন তুঙ্গে। রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচনী লড়াই। আর তার মধ্যেই বিজেপির কার্যালয়ের অন্দরে আজ ধুন্ধুমার পরিস্থিতি হয়ে গেল। দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার কালিকাপুরে বৃহস্পতিবার মন্ডল কার্যালয়ে বৈঠক চলছিল। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডলের সহ-সভানেত্রী, মন্ডল সভাপতি ও অন্যান্য সদস্যরা। নির্বাচনী আলোচনা চলছিল সেখানে। সেখান থেকেই বাদানুবাদ, হাতাহাতি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ব্যাপক সমালোচনা।

এদিন বিজেপির কার্যালয়ে বৈঠক চলাকালীন মন্ডল সভাপতি অরিন্দম রায়ের সঙ্গে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে যায় মণ্ডলের সহ-সভানেত্রী রিনা টিকাদার। তারপর হঠাৎ করে আচমকা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, সে সময় মন্ডলের সহ-সভানেত্রী রিনা টিকাদারের চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন মন্ডল সভাপতি অরিন্দম রায়। শুধু তাই নয়, রিনা টিকাদারকে টেনেহিঁচড়ে পার্টি অফিস থেকে বাইরে বার করে দেন অরিন্দমবাবু। প্রাথমিক ধাক্কা সামলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন রিনা দেবী বলে সূত্রের খবর। এই নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খাস কলকাতার বুকে গেরুয়া শিবিরের অন্দরে এরকম ঘটনা ব্যাপক অস্বস্তি তৈরি করেছে বিজেপির জন্য। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিরোধী শিবিরেও শুরু হয়ে গিয়েছে বিজেপিকে নিয়ে ব্যাপক সমালোচনা। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন নিগৃহীতা  রিনা টিকাদার অরিন্দম মন্ডলের বিরুদ্ধে। ইতিমধ্যে সার্ভে পার্ক থানার পুলিশের পক্ষ থেকে ব্যাপারটি তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে মন্ডল সভাপতি অরিন্দম রায় এই ঘটনা প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেয়নি। দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের অন্দরে মহিলাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে গুঞ্জন রয়েছে। বিজেপি থেকে যেসব মহিলা সদস্যরা বেরিয়ে এসেছেন তাঁদের মুখেও এ ধরনের অভিযোগ শোনা গিয়েছে।

বিজেপি নেতারা মহিলাদের সম্মান করেন না একথা তো বহুবার বহু জনের মুখে শোনা গেছে। এমনকি সদ্যই টেলিভিশন চ্যানেলে ওপেন এয়ারে বসে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত এক মহিলাকে অপমানজনক কথা বলেন। খুব স্বাভাবিকভাবেই মহিলা নেত্রীকে নিগৃহীত করার সাথে সাথে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের ছবিটাও প্রকাশ্যে চলে এলো। ভোটের মুখে বিজেপির মন্ডল কার্যালয়ের এই ঘটনা খুব স্বাভাবিকভাবে গেরুয়া শিবিরকে ব্যাকফুটে ঠেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে এবার বিজেপির উচ্চ নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করেন, এখন সে দিকেই নজর সবার।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!