এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনের দিন আগাতেই এবার এই নেতার বাড়িতে সিবিআই হানা, জোর শোরগোল !

উপনির্বাচনের দিন আগাতেই এবার এই নেতার বাড়িতে সিবিআই হানা, জোর শোরগোল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  পি চিদম্বরমের আর্থিক দুর্নীতিতে জড়িত হবার কিছু দিনের মধ্যেই ডি কে শিবকুমারও সিবিআইয়ের জালে জড়ান। একের পর এক কংগ্রেস হেভিওয়েট নেতারা সিবিআইয়ের হাতে ধরা পড়ায় কংগ্রেস শিবিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ডিকে শিবকুমারকে আগেই সিবিআই গ্রেপ্তার করেছিল কিন্তু আদালতে তোলা হলে তিনি সেসময় জামিন পাননা। পরে অবশ্য তিনি জামিন পান। তারপরেও এবার আবার সিবিআইয়ের পক্ষ থেকে এদিন ডি কে শিবকুমার এর সমস্ত বাড়িতে খানাতল্লাশি চালায় সিবিআই।

কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। এদিন সিবিআই এর পক্ষ থেকে কর্ণাটক ও মুম্বাইয়ের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের দুটি দল। এছাড়াও প্রায় 12 টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। শিবকুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আয়কর দপ্তরের কর ফাঁকি দেওয়ার। অন্যদিকে ইডিও তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে। পি চিদাম্বরম এর মতোই ডিকে শিবকুমারকেও দিল্লি গিয়ে তদন্তকারীদের জেরার মুখে পড়তে হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘদিন কারাভোগের পর 57 বছর বয়সেই দিকে শিবকুমার গত বছরের অক্টোবর মাসে ছাড়া পান। জেলে থাকাকালীন তাঁর সঙ্গে দেখা করতে যান, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং অম্বিকা সোনি ও অন্যান্যরা। নতুন করে এবার ডি কে শিবকুমারের মেয়ে ঐশ্বর্যাকেও জেরার মুখে পড়তে হয়েছে সিবিআইয়ের। জানা গেছে, 2013 সালে ঐশ্বর্য সম্পত্তির পরিমাণ ছিল 1 কোটি টাকা 2018 সালে সেই সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে 100 কোটি টাকায়।

পাঁচ বছরের মধ্যে কি করে 100 গুণ সম্পত্তি বেড়ে উঠল তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, কংগ্রেস শিবিরকে চাপে ফেলতেই নতুন করে ডিকে শিবকুমারকে আবারও আর্থিক দুর্নীতির দায় চাপিয়ে সিবিআই তৎপরতা শুরু করেছে। কংগ্রেস শিবিরেও এই নিয়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ প্রকাশ। আপাতত সিবিআই দন্তের গতি যে বিন্দুমাত্র কমেনি নতুন করে তা আবারও প্রমাণ হলো ডিকে শিবকুমারের ঘটনা প্রসঙ্গে। তদন্তে গতি পেতেই শুরু হয়েছে রাজনৈতিক ব্যাখ্যা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!