এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার ফেসবুকের বড়সড় পদক্ষেপ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে, জল্পনা তুঙ্গে

এবার ফেসবুকের বড়সড় পদক্ষেপ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে, জল্পনা তুঙ্গে


facebookপ্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রচার চালিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং সে সময় বেশ কিছু বিতর্কিত কথাও বলেছেন তিনি এই সোশ্যাল মিডিয়ায়। যার কারণে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিচরণ তাঁর পক্ষে নিষিদ্ধ হয়ে উঠতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে বরাবরের জন্য বিতাড়িত করেছে টুইটার। আর এবার ফেসবুক নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন সিদ্ধান্ত। জানা গিয়েছে, এ বছরের জানুয়ারিতে যেভাবে ক্যাপিটাল হিংসার ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই ঘটনার সূত্রে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো ট্রাম্পের অ্যাকাউন্ট।

পাশাপাশি জানিয়ে দেওয়া হল, 2023 এর জানুয়ারি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এ প্রসঙ্গে ফেসবুকের ভাইস-প্রেসিডেন্ট নিক ক্লেগ জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তাঁর সেই পদক্ষেপ ফেসবুকের বিধি-নিষেধ কঠোরভাবে ভঙ্গ করেছে। আর সেকারণেই নিয়ম অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হল। পাশাপাশি জানানো হয়েছে, আগামী দিনে ট্রাম্প যদি আবারও নিয়ম ভঙ্গ করেন, তাহলে বরাবরের মতন তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। প্রসঙ্গত এই নিষেধাজ্ঞার ফলে বড়োসড়ো চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। কারণ 2022 এর নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন হবে। সেসময় ডোনাল্ড ট্রাম্পের দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছে।

তবে সেক্ষেত্রে ফেসবুককে আর ব্যবহার করে প্রচার চালাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। খুব স্বাভাবিকভাবেই ফেসবুকের এই সিদ্ধান্তে রীতিমতো চটেছেন তিনি। পাল্টা জানিয়েছেন, ফেসবুক যেভাবে তাঁকে নিষিদ্ধ করেছে, তাতে যারা তাঁকে ভোট দিয়েছিল, সেইসব মানুষকে অপমান করেছে ফেসবুক। অবশ্য জানা গিয়েছে, 2024 এ আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পেয়ে যাবেন। তখন অবশ্য তিনি প্রচার চালাতে পারবেন যদি ফেসবুকের নিষেধাজ্ঞা আর না লঙ্ঘন করেন। আপাতত জানা যাচ্ছে, প্রচার চালানোর জন্য নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। গত জানুয়ারিতে টুইটার চিরতরে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। আর এবার ফেসবুক যেভাবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিল, তাতে চূড়ান্ত অস্বস্তির মুখে ট্রাম্প বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, ফেসবুক তাঁদের চিন্তা-ধারা বদলাচ্ছে। এতদিন পর্যন্ত ফেসবুকের ওপর অভিযোগ করা হতো, তাঁরা সাধারণ মানুষের থেকেও গুরুত্ব দেয় বেশি বিশ্বনেতা এবং বিখ্যাত রাজনীতিবিদদের।

যথারীতি এবার সেই অভিযোগ ঝেড়ে ফেলতে ফেসবুক তাঁদের নীতি বদল করছে। ফেসবুকের বিরুদ্ধে রাজনীতিবিদদের প্রতি নমনীয় থাকার অভিযোগ উঠেছে বহুবার। সম্ভবত সেই পরিপ্রেক্ষিতেই ফেসবুক এবার কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হলোনা। তবে খুব স্বাভাবিকভাবেই ফেসবুকের সিদ্ধান্তে বড়োসড়ো চাপের মুখে পড়লেন মার্কিন যুক্তরাস্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কিভাবে পরিস্থিতি সামাল দেন এবং প্রচার চালান সেদিকেই নজর থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!