এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার গরিব, অসহায় মানুষদের পাশে ‘‌দিদির রান্নাঘর’‌, নয়া পদক্ষেপ তৃণমূলের

এবার গরিব, অসহায় মানুষদের পাশে ‘‌দিদির রান্নাঘর’‌, নয়া পদক্ষেপ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে সবথেকে খারাপ অবস্থায় পড়েছেন গরীব, অসহায় মানুষরা। লকডাউনের কারণে সব রকম কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা পড়েন আরো আতান্তরে। দু মুঠো খাবার যোগার হবে কি করে, সেই চিন্তায় তাঁরা রীতিমতো ব্যস্ত হয়ে ওঠেন। এই সময় তাঁদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, অনেক ব্যক্তিগত উদ্যোগ। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহুভাবে আবেদন করেছেন গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

আর মুখ্যমন্ত্রীর কথার উপর ভিত্তি করেই এবার ব্যারাকপুর ও টিটাগর 2 পুরসভা মিলে বিএন বোস হাসপাতালের কাছে শুরু করতে চলেছে ‘দিদির রান্নাঘর’। জানা গিয়েছে, এই রান্নাঘরে 5 টাকা দিলেই মিলবে পেট ভরা খাবার। মেনুতে ভাত, ডাল, সবজি তো থাকবেই নিত্যদিন, তার সাথে কোনোদিন ডিম, কোনোদিন মাছ এবং সপ্তাহে একদিন থাকবে মাংস। আপাতত 1 লাখ অক্টোবর থেকে 31 শে অক্টোবর পর্যন্ত এই ‘দিদির রান্নাঘর’ চালু থাকবে বলে জানা গেছে।

মানুষ কতটা ‘দিদির রান্নাঘর’কে স্বাগত জানাচ্ছে তার ওপর নির্ভর করে আগামী দিনে এই প্রকল্প চালিয়ে নিয়ে যাবার কথা ভাবা হচ্ছে। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস এ প্রসঙ্গে জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে দিদির রান্নাঘর শুরু হতে চলেছে। পরবর্তীতে এলাকার সমস্ত ক্লাবের সঙ্গে আলোচনা করে টিটাগর পুরসভাকে নিয়ে একটি সমন্বয় কমিটি তৈরি হবে এবং প্যাকেট প্যাকেট খাবার বিতরণ করা হবে। প্রত্যেকটি ওয়ার্ডে খাবারের প্যাকেট পাঠিয়ে দেওয়া হবে ওয়ার্ড কো-অর্ডিনেটর এর কাছে। তাঁরাই সেগুলি 5 টাকার বিনিময়ে তুলে দেবে গরীব মানুষের হাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘দিদির রান্নাঘর’ সংক্রান্ত প্রচার করা হচ্ছে। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তৃণমূল শিবির। সারা বাঙলাতেই ‘দিদির রান্নাঘর’ চালু করার কথা ভাবা হচ্ছে। তবে কোনো নির্দিষ্ট বিধানসভা বা কোন ব্লক বা ওয়ার্ডের ক্ষেত্রে এটি চালু করার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। আগামী দিনে ব্যারাকপুরে চালু হচ্ছে ‘দিদির রান্নাঘর’। এরপরে হয়তো মধ্যমগ্রাম, খড়দা, টিটাগড়েও চালু হতে পারে এই পরিকল্পনা।

অন্যদিকে জানা গেছে, ইতিমধ্যেই বেহালায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এর উদ্যোগে চালু হয়েছে ‘বেহালার হেঁসেল’। সেখানে অবশ্য 10 টাকার বিনিময়ে খাবারের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। সকাল 9 টা থেকে বেলা বারোটা পর্যন্ত কুপন দেওয়া হচ্ছে। এবং এই কুপন সংগ্রহ করে খাবারের প্যাকেট তুলে নিয়ে যাচ্ছেন অনেকেই। করোনা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়ানোর এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই।

বিরোধীদের গলায় অবশ্য অন্য সুর। তাঁদের কথায়, একুশের বিধানসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই। তাই মানুষের মন পেতে এবার নতুন উদ্যোগ তৃণমূল কংগ্রেসের। বিরোধীরা আকারে-ইঙ্গিতে এটি তৃণমূলের একটি জনমোহিনী উদ্যোগ বলেই অভিহিত করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে যদি একুশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রাখা হয়, তাহলে এই উদ্যোগের ফলে রাজ্যে তৃণমূল শিবির যে মানুষের মনে বিশেষ স্থান করে নেবে, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!