এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার গেরুয়া শিবিরের সম্পূর্ণ তালিকা প্রকাশ হতে চলেছে, কোন চমক লুকিয়ে আছে আগামীতে? বাড়ছে জল্পনা

এবার গেরুয়া শিবিরের সম্পূর্ণ তালিকা প্রকাশ হতে চলেছে, কোন চমক লুকিয়ে আছে আগামীতে? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণাও হয়ে গেছে। এবারের নির্বাচন আটদফায় হতে চলেছে। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তাঁদের প্রার্থী তালিকা এবার প্রকাশ্যে আনছে। ইতিমধ্যেই প্রার্থী তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে তৃণমূলের। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর ঘাসফুল শিবিরের অশান্তির কথা সবার জানা। প্রার্থী তালিকায় স্থান না পেয়ে ইতিমধ্যেই বিক্ষুব্ধ তৃণমূল নেতা নেত্রীরা ভিড় জমাচ্ছেন গেরুয়া শিবিরে। এই অবস্থায় প্রকাশ পেয়েছে গেরুয়া শিবিরের আংশিক প্রার্থী তালিকা। গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা প্রকাশের পরও কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গেরুয়া অশান্তির খবরও আসছে এবার।

তবে পরিস্থিতি সামাল দিয়ে গেরুয়া শিবির তৎপর হয়েছে হতে থাকা বাকি প্রার্থী তালিকা প্রকাশের। সূত্রের খবর, আগামী 14 ই মার্চের মধ্যে গেরুয়া শিবিরের বাকি সমস্ত কেন্দ্রের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে তীব্র উত্তেজনা রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, আগামী 12 ই মার্চ বঙ্গ বিজেপির কোর কমিটির নেতাদের বৈঠক হবে দিল্লিতে। তার আগেই রাজ্য কমিটির বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। যেমন- খড়গপুর কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। কারণ দ্বিতীয় দফায় ভোট হবে খড়গপুর সদর কেন্দ্রে। সে ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 12 ই মার্চ। ফলে 10 মার্চের মধ্যে খড়্গপুরের প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এখন জল্পনা চলছে, ওই কেন্দ্রে কে প্রার্থী হবেন তাই নিয়ে। সেক্ষেত্রে রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদকে আবার বিধায়ক পদে নিয়ে আসা হবে কিনা প্রার্থী হিসেবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক মহলে। মেদিনীপুরের কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই তাঁদের দিলীপদাকে প্রার্থী করার দাবি জানিয়েছে। তবে দলের সাংসদদের বিধানসভার প্রার্থী করার ব্যাপারে কিছুটা নেতিবাচক মনোভাব দেখাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ত্ব। তবে ব্যতিক্রমও হতে পারে এক্ষেত্রে। আর ব্যতিক্রমের তালিকায় দিলীপ ঘোষের নাম থাকবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে 12 ই মার্চ নন্দীগ্রামের মনোনয়ন জমা দিতে পারেন শুভেন্দু অধিকারী বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সাথে থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় নেতা তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। পাশাপাশি টালিগঞ্জের মহাগুরু মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা। সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, তিনি ইচ্ছা করলেই যেতে পারবেন না। দলের নির্দেশ থাকলে তবেই তিনি যাবেন।

প্রশ্ন উঠেছে, তৃণমূল থেকে যে ব্যাপক হারে দলবদল হয়েছে, প্রার্থী তালিকা ঘোষণার পর তাঁরা কি এবার গেরুয়া শিবিরের আগামী প্রার্থী তালিকায় জায়গা পাবেন? এর মধ্যেই অনেকে বলতে শুরু করেছেন, প্রার্থীপদ না পেয়ে তৃণমূলের বেশ কিছু নেতা-নেত্রী গেরুয়া শিবিরে গেছেন। যদি গেরুয়া শিবিরের প্রার্থী হতে না পারেন, তাহলে তৃণমূল থেকে বিজেপি তে যাওয়া পুরোপুরি বিফলে গেল। আপাতত গেরুয়া শিবিরের বাকি থাকা প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার বাংলার বুকে নতুন কোন সমীকরণ গড়ে ওঠে কিনা সেদিকেই থাকবে সবার নজর।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!