এবার গেরুয়া শিবিরের যুব মোর্চার সভাপতি বদলের সম্ভাবনা, নতুন নাম নিয়ে জল্পনা তুঙ্গে কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য July 9, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরের অন্দরে যে ব্যাপক চাপানউতোর চলছে দুই মুখ্য নেতার, তা আবারও সামনে আসতে চলেছে যুব মোর্চার সভাপতি বদল নিয়ে। কার্যত বিধানসভার নির্বাচনে বিপর্যয়ের পর এবার রাজ্য বিজেপিকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির। আর সেক্ষেত্রে মনে করা হচ্ছে মূল দলে না হলেও শাখা সংগঠনগুলিতে এবার বদল আসতে চলেছে। অর্থাৎ রাজ্য বিজেপির মহিলা মোর্চা এবং যুব মোর্চার ক্ষেত্রে যে বদল হবে সে কথা অনস্বীকার্য। মহিলা মোর্চার সভাপতি হিসেবে রয়েছেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। অন্যদিকে যুব মোর্চার মাথায় রয়েছেন সৌমিত্র খাঁ। আর এখানেই সমস্যার শুরু। কারণ, সৌমিত্র খাঁ বিভিন্ন সময়ে এমন কিছু বিতর্ক তৈরি করছেন যা দলকে সমস্যার ফেলছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কার্যত গতকালই সৌমিত্র খাঁ কয়েক ঘণ্টার ব্যবধানে যুব মোর্চার সভাপতি থেকে ইস্তফা দেন, আবার প্রস্তাব ফিরিয়েও নেন। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। এই অবস্থায় মোর্চার সভাপতি হিসেবে যার নাম সবার সামনে আসছে, তিনি হলেন ময়নার বিজেপি বিধায়ক তথা তারকা মুখ অশোক দিন্দা। রাজ্য বিজেপিতে অশোক দিন্দা শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাই এবার সংঘাত লাগার সম্ভাবনা শুভেন্দু শিবির এবং দিলীপ শিবিরের বলে অনুমান করা হচ্ছে। কারণ, এক্ষেত্রে বিজেপির একাংশ যুব মোর্চার মাথায় চাইছেন বিজেপির আদি নেতা। আর সেক্ষেত্রে নাম আসছে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষের। দীর্ঘদিন ধরেই তিনি বিজেপিতে রয়েছেন এবারের নির্বাচন তিনি বড়োসড়ো ব্যবধানে জিতেছেন। প্রশ্ন উঠছে, অশোক দিন্দাকে যদি যুব মোর্চার সভাপতি করা হয় তাহলে সৌমিত্র খাঁকে কোথায় নিয়ে যাওয়া হবে? সেক্ষেত্রে সূত্রের খবর, খুব সম্ভবত সৌমিত্র খাঁকে বিজেপির রাজ্য কমিটিতে নিয়ে এসে আগামী দিনে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে। কার্যত, সৌমিত্র খাঁকে যুব মোর্চার সভাপতি হিসাবে কখনোই প্রত্যক্ষভাবে দায়িত্ব নিতে দেখা যায়নি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সম্প্রতি বিজেপির যুব মোর্চার ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল পুরভবন ঘেরাও অভিযানের। কিন্তু সেখানেও সৌমিত্র খাঁকে পাওয়া যায়নি। একই সাথে যুব মোর্চার বিরুদ্ধে অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে সেভাবে যুব মোর্চা কোন দায়িত্ব পালন করেনি। আর এইসবের পেছনে সৌমিত্র খাঁকে দায়ী করা হচ্ছে বিজেপির অন্দরে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ক্ষত নিরাময় করতে বিজেপি চাইছে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন কর্মসূচি। সেক্ষেত্রে দায়িত্ব দেওয়া হবে যুব শাখার ওপর। আর সে কারণেই এবার যুব মোর্চাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। কিন্তু এবার মনে করা হচ্ছে, যুব সংগঠনকে শক্তিশালী করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মধ্যে বিবাদ বাড়তে বাড়তে পারে। প্রথম থেকেই রাজ্য বিজেপির গুঞ্জন শুরু হয়েছে এই দুজনের বাড়তে থাকা দূরত্ব নিয়ে। তাই এবার দুই শিবিরের মধ্যে যুব মোর্চার সভাপতি নির্বাচনে কার নাম উঠে আসবে তা নিয়েই রয়েছে তীব্র কৌতুহল। আপনার মতামত জানান -