এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার গোয়া কংগ্রেসে বড় ভাঙন ধরালো তৃণমূল, শতাধিক যোগদান

এবার গোয়া কংগ্রেসে বড় ভাঙন ধরালো তৃণমূল, শতাধিক যোগদান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে তৃণমূল সর্বভারতীয় স্তরে নিজেদের সংগঠন বৃদ্ধির দিকে নজর দিয়েছে। আর সেই সূত্রে তাঁদের মানচিত্রে উঠে এসেছে গোয়া, ত্রিপুরা সহ অন্যান্য রাজ্য। এই সম্পূর্ণ রাজনৈতিক ক্রিয়াকলাপের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে বাংলায় যেরকম গেরুয়া শিবিরে ভাঙন দেখা গিয়েছে, ঠিক সেরকমই অন্যান্য রাজ্যে কিন্তু কংগ্রেসের ভাঙন দেখা যাচ্ছে। গোয়াতে কিছুদিন আগেই কংগ্রেসের প্রাক্তন নেতা লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন।

যিনি বর্তমানে রাজ্যসভার সংসদ পদের জন্য  মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু এবার গোয়া কংগ্রেসে বড় ভাঙন দেখা গেল। জানা গিয়েছে, শনিবার গোয়ায় তৃণমূলের কার্যালয়ে এসে এক ঝাঁক কংগ্রেস নেতা দলবদল করলেন। জানা গিয়েছে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফেলেইরো ও গোয়ার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্রর হাত ধরে কংগ্রেস নেতারা তৃণমূলে যোগদান করলেন। জানা গিয়েছে, উত্তর গোয়া জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শংকর ফড়ে, রুদ্রাহা ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী মীনাক্ষী মেগু নায়েক এবং যুব কংগ্রেস নেতা নীতেশ পন্ডিত সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গোয়াতে শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছেন মহুয়া মৈত্রর হাত ধরে আপ নেতা হোসে ভিন্সেন্ট গোমেজ। তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর থেকেই নিয়ম করে তৃণমূলে যোগদান পর্ব চলছে সেখানে। খুব স্বাভাবিকভাবেই গোয়াতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটু একটু করে শক্তি বাড়াচ্ছে। এবং তৃণমূলকে শক্তি যোগাচ্ছে কংগ্রেস ছেড়ে আসা নেতা-নেত্রীরা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!