এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > এবার হেভিওয়েট বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ছবিসহ খবরের শিরোনাম সম্বলিত পোষ্টার, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে

এবার হেভিওয়েট বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ছবিসহ খবরের শিরোনাম সম্বলিত পোষ্টার, তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজিৎ কুণ্ডু একসময় তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ছিলেন বলে জানা যায়। আর সেই সময়ে তাঁর নামের সাথে যুক্ত হয় টেট-দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের পাহাড়। এহেন বিশ্বজিৎ কুণ্ডুর নাম বিজেপির প্রার্থী তালিকায় আসার সাথে সাথে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কালনা থেকে বিজেপির প্রার্থী করা হয় বিশ্বজিৎ কুন্ডুকে। কিন্তু এবার কালনা শহরে বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে বিভিন্ন খবরের কাগজের কাটিং দিয়ে পোস্টার পড়ল একের পর এক। এমনকি পোস্টারে বিশ্বজিৎ কুণ্ডুর ছবিও দেওয়া রয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার একদিকে যখন রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা চলছে নন্দীগ্রামকে ঘিরে, ঠিক সেসময় কালনা অঞ্চলে বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে পোষ্টার পড়া নিয়ে  শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর। খুব স্বাভাবিকভাবেই বিজেপি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পাল্টা দাবি এই ঘটনার কারণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

 বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে কালনা শহরের বিভিন্ন জায়গায় বিশ্বজিৎ কুণ্ডুর ছবিসহ পোষ্টার দেখা যায়, যেখানে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের শিরোনামগুলিকে তুলে ধরা হয়েছে। পোষ্টারে দেখা যাচ্ছে চাকরি সংক্রান্ত দুর্নীতি নিয়ে বিশ্বজিৎ কুন্ডুকে আক্রমণ করা হয়েছে কোথাও, কোথাও আবার বিজেপি প্রার্থীর বিস্ফোরক স্বীকারোক্তি তুলে ধরা হয়েছে পোষ্টারে।

খবরের শিরোনাম তুলে ধরে যেভাবে পোষ্টার তৈরি করা হয়েছে, তা রীতিমত চাঞ্চল্য তৈরি করেছে। আর এই নিয়ে ব্যাপক তরজা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু কয়েক মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে টেট কেলেঙ্কারি নিয়ে প্রকাশ্যে তৃণমূল নেতারা বলতে থাকেন।

অবশ্য পাল্টা বিশ্বজিৎ কুণ্ডুও দাবি করেন, শুধু তিনি নন তৃণমূলের স্বপন দেবনাথ, তপন চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মত অনেকেই চাকরি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় এই নিয়ে। আর সেই সংবাদ-শিরোনামগুলিকেই এবার কালনার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোষ্টার আকারে দেখা গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল এই কাজ করেছে। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু জানিয়েছেন, তাঁদের হাতে প্রমাণ আছে তৃণমূল এই কাজ করেছে বলে। তৃণমূলে ভোটে জেতার কথা ভাবছে। কিন্তু আত্মবিশ্বাসী বিশ্বজিত কুন্ডু দাবি করেছেন, এবারের ভোটে জিতবেন তিনি। অন্যদিকে কালনার তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগের কথায়, বরাবরই প্রতিযোগিতার লড়াইতে তৃণমূলকে পাশে টানে বিজেপি। এ নতুন কিছু নয়। নিজেদেরকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য বিজেপির এই চেষ্টা।

পাশাপাশি দেবপ্রসাদ বাবু অনুমান করেছেন, বিজেপির নেতারাও যারা বিশ্বজিৎ কুণ্ডুকে মানতে পারেননি প্রার্থী হিসেবে, তাঁরাও এই কাজ করতেই পারেন। তবে এই পোষ্টার কান্ড সামনে আসায় ভোটের মুখে কিন্তু তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। পাশাপাশি গেরুয়া শিবিরের অন্দরেও বিশ্বজিৎ কুন্ডুকে নিয়ে দীর্ঘদিন ধরেই বাদানুবাদ চলছে বলে জানা যাচ্ছে। আপাতত এই পোষ্টার কান্ডের পেছনে কে বা কারা, তা নিয়ে চলছে ব্যাপক তরজা। তৃণমূল, বিজেপির চাপানউতোর শুরু হয়েছে প্রবলভাবে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!