এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার হেভিওয়েট বিজেপি সাংসদের প্রতি বিস্ফোরক অভিযোগ প্রাক্তন জেলা বিজেপি সভাপতির, তীব্র জল্পনা

এবার হেভিওয়েট বিজেপি সাংসদের প্রতি বিস্ফোরক অভিযোগ প্রাক্তন জেলা বিজেপি সভাপতির, তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙনের গুঞ্জন ক্রমশ তীব্র হচ্ছিল। দক্ষিণবঙ্গে ভাঙন দেখা গেলেও উত্তরবঙ্গের বিজেপি সংগঠন কিন্তু অটুট ছিল। তবে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা বঙ্গভঙ্গের দাবি তোলেন যখন থেকে, তখন থেকে উত্তরবঙ্গেও শুরু হয়ে যায় দলীয় ভাঙন।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে উত্তরবঙ্গ থেকে গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে চলে আসেন প্রাক্তন জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা এবং তাঁর বেশ কয়েকজন অনুগামী। আর তৃণমূলে যোগ দেওয়ার পর এবার তিনি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন গঙ্গাপ্রসাদ শর্মা বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে রীতিমতো দুর্নীতির অভিযোগ এনেছেন। গঙ্গাপ্রসাদবাবুর দাবী, সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে কমপ্লেক্স তৈরী করছেন সাংসদ। খুব স্বাভাবিকভাবেই এই অভিযোগ সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। প্রাক্তন জেলা বিজেপি সভাপতি প্রশ্ন তোলেন, লকডাউনের মধ্যে সাংসদের হাতে এত কোটি কোটি টাকা কিভাবে এলো?

পাশাপাশি গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের হাতে রয়েছে ব্যাপক কালো টাকা। এবং তাই দিয়েই তিনি বানারহাট চামুর্চি মোড় সংলগ্ন এলাকায় একটি সরকারি জায়গা দখল করে নেন এবং সেখানেই দোতলা আবাসন তৈরি করছেন বেআইনিভাবে। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, বিজেপি সাংসদ জন বার্লার বাড়ি রীতিমতো কয়েক কোটি টাকার। বাড়ির আসবাবপত্র মহামূল্যবান।

সেক্ষেত্রেও প্রশ্ন তোলা হয়েছে 2019 এর লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হবার পর এত তাড়াতাড়ি একজন সাংসদ কিভাবে এত টাকা ইনকাম করলেন, যার ওপর ভিত্তি করে এত বিশাল বড় বাড়ি তৈরি করলেন? অন্যদিকে বানারহাট ব্লক তৃণমূল সভাপতি নয়ন দত্তও একই সুরে জানিয়েছেন, জন বার্লা দীর্ঘদিন ধরে চা-শ্রমিকদের ঠকিয়ে চলেছেন, সরকারি জায়গা দখল করে আবাসন নির্মাণ করছেন। তবে এ প্রসঙ্গে বিজেপি সাংসদ জন বার্লা সমস্ত অভিযোগ খারিজ করে দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাল্টা তিনি জানিয়েছেন, তিনি ঘর বানিয়েছেন বিজেপির ঘরছাড়া পঞ্চায়েত সদস্যদের আশ্রয় দেওয়ার জন্য। পাশাপাশি তিনি জানান, একজন সাংসদ হিসাবে তিনি যে ভাতা পান তাই দিয়েই সবকিছু হয়েছে। পাশাপাশি গঙ্গাপ্রসাদ শর্মার দিকে পাল্টা অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি নিজে কিভাবে বড় বাড়ি বানালেন? খুব স্বাভাবিক ভাবেই দোষারোপ, পাল্টা দোষারোপের মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতির একটা আভাস যে পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহলের একাংশ।

অন্যদিকে রাজ্যজুড়ে এখন বিজেপি দুই সাংসদের বঙ্গভঙ্গের দাবি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। সেক্ষেত্রে দলের মধ্যেই জন বার্লা কিছুটা কোণঠাসা। কারণ গেরুয়া শিবিরের পক্ষ থেকেও কিন্তু এই বঙ্গভঙ্গের দাবিকে মেনে নেওয়া হচ্ছেনা। এই পরিস্থিতিতে জন বার্লার বিরুদ্ধে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি দুর্নীতির যে ইশারা করলেন, তা কিন্তু কার্যত বিজেপি সাংসদকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!