এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার হেভিওয়েট তৃণমূল বিধায়কের বিধায়ক পদ খারিজের মামলা হাইকোর্টে, বাড়ছে বিতর্ক

এবার হেভিওয়েট তৃণমূল বিধায়কের বিধায়ক পদ খারিজের মামলা হাইকোর্টে, বাড়ছে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে রীতিমতো উথাল-পাথাল চলছে রাজ্য রাজনীতিতে। আর এবার আর এক হেভিওয়েট তৃণমূল বিধায়কের বিধায়ক পদ খারিজ করার জন্য সোজা আদালতেই মামলা দায়ের করা হল। জানা গেছে, এবার বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের বিধায়ক পদ খারিজ করতে সম্প্রতি হাইকোর্টের মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, আইনজীবী শঙ্খশুভ্র মুখোপাধ্যায় এই মামলাটি দায়ের করেছেন।

কার্যত অশোক দেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘অফিস অফ প্রফিট’ এর আওতায় দোষী। কার্যত অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান পদের জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকেও মাইনে পাচ্ছেন, আবার তৃণমূল বিধায়ক হিসেবেও তিনি রাজ্য সরকারের কাছ থেকে মাইনে পাচ্ছেন। অর্থাৎ দুটি জায়গা থেকে একই সময়ে কাজ করে আর্থিক মুনাফা লুটছেন কার্যত তৃণমূল বিধায়ক। এক্ষেত্রে অশোক দেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি বার কাউন্সিলের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা না দিয়ে বিধায়ক হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ নিয়ে আসা হয়েছে। অন্যদিকে শাসকদলের দাবি, যে কারণ দেখিয়ে এই মামলা দায়ের করা হয়েছে, তা কোনোমতেই ধোপে টিকবেনা। কারণ বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদ কোন সরকারি পদ নয়। সেক্ষেত্রে অফিস অফ প্রফিট ভিত্তিতে যে মামলা করা হয়েছে, তা পুরোটাই ভুল প্রমাণিত হবে আদালতে বলে মনে করছে শাসকদল। কার্যত বিগত দিনে বেশ কয়েকজন বিচারপতির দিকে অভিযোগের আঙুল তুলেছেন অশোক দেব।

যার মধ্যে বর্তমান ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দল রয়েছেন। আর তাই শাসক দলের অনেকেই মনে করছেন গেরুয়া শিবিরের নিকটস্থ বিচাপতিদের কাজে অভিযোগ তোলাই কাল হল অশোক দেবের বিরুদ্ধে। তাই তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। আপাতত জানা গিয়েছে, অশোক দেবের বিধায়ক পদ খারিজের মামলাটি আগামীকাল শুনানি হতে পারে। অন্যদিকে অশোক দেব এখনও পর্যন্ত এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। আপাতত আদালত এবার বিধায়ক অশোক দেবের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!