এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার হাওড়া জেলার তৃণমূল পঞ্চায়েত প্রধানের পালা, কাজ হয়নি বলে আওয়াজ তুললেন

এবার হাওড়া জেলার তৃণমূল পঞ্চায়েত প্রধানের পালা, কাজ হয়নি বলে আওয়াজ তুললেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরে যেন শনির নজর লেগেছে। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, প্রাক্তন মেয়র থেকে শুরু করে দলের নীচুতলা থেকে উঁচুতলা- প্রত্যেকেই প্রায় বেসুরো হয়ে উঠেছেন। গতকালই হঠাৎ করে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করে হাওড়া জেলার শহর সভাপতি তথা মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল পদত্যাগ করেছেন। অন্যদিকে দীর্ঘদিন ধরেই বেসুরো হাওড়া ডোমজুড় এর বিধায়ক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এবার একইভাবে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন প্রকাশ্যে ডোমজুড় বিধানসভার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। আর তাতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন।

সম্প্রতি জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা অভিযোগ জানিয়েছেন, তাঁর এলাকার মানুষ কোন পরিষেবা পাচ্ছেনা অন্যদিকে পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে গেরুয়া শিবির। কাজ হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই বিরোধীরা দাবি করে আসছে। এবার তৃণমূলের অন্দরেই কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ পাচ্ছে। যথারীতি একুশের বিধানসভা নির্বাচনের আগে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন গোবিন্দ হাজরা অভিযোগ করেন, সরকারি প্রকল্প ‘দুয়ারে সরকার’ অথবা ‘পাড়ায় পাড়ায় সমাধান’ প্রকল্প নিয়ে মানুষের কাছে যাওয়া যাবেনা।

কারণ এতদিন পর্যন্ত কোনো কাজ হয়নি। অন্যদিকে তিনি জানিয়েছেন, দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি তিনি এদিন প্রশান্ত কিশোরকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, দল যেভাবে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরকে দিয়ে কাজ করাচ্ছেন তা কোনমতেই মানা যাচ্ছেনা। দলের অভিজ্ঞ রাজনীতিবিদদের কাছে যেভাবে প্রশান্ত কিশোরের ছেলেরা প্রশ্ন করছেন, তাতে মানহানি হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন ইতিমধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পঞ্চায়েত প্রধানের এহেন বিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনাপূর্বক হাওড়া সদর তৃণমূল কংগ্রেস সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য জানিয়েছেন, অঞ্চল প্রধান হিসেবে গোবিন্দ হাজরার প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল প্রশাসনের কাছ থেকে সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই কিন্তু প্রকাশ পাচ্ছে রাজ্য সরকার কাজ করেছে কিনা এবং পিকে সম্পর্কে ভাস্কর ভট্টাচার্য্য জানিয়েছেন, প্রশান্ত কিশোর কে নিয়োগ করেছেন দলের শীর্ষ নেতৃত্ব, সে ব্যাপারে অন্য কারোর কিছু বলার থাকতে পারে না।

অন্যদিকে তৃণমূল দুর্গে ক্রমশ বেসুরো আওয়াজ বেড়ে চলেছে। পাশাপাশি ঘাসফুল দুর্গের ফাটল যে ক্রমশ চওড়া হচ্ছে, সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। তার ওপর যেভাবে তৃণমূলের বিরুদ্ধে দলের নেতারাই ‘কাজ হয়নি’ বলে অভিযোগ তুলছেন, তা সাধারণ মানুষের মনে তৃণমূলের প্রতি বিরূপ মনোভাব গড়ে তুলবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। আর তা হলে আক্ষরিক অর্থে তৃণমূল কিন্তু বিপর্যয়ের মুখোমুখি হবেই তা একশো শতাংশ নিশ্চিতভাবে বলা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!