এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার IPL-এ এই দলের মালিকানা কিনছেন দাপুটে বিজেপি সাংসদ? সামনে এল চমকপ্রদ তথ্য!

এবার IPL-এ এই দলের মালিকানা কিনছেন দাপুটে বিজেপি সাংসদ? সামনে এল চমকপ্রদ তথ্য!


ভারতীয় ক্রিকেটের সকল ওপেনার হিসেবে যেমন তাঁর নাম আছে, তেমনই সফল আইপিএল অধিনায়কদের মধ্যেও একজন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স এর নেতৃত্ব দিয়ে গৌতম দুবার ট্রফি হাতে তুলে নিয়েছেন আইপিএলে দিল্লির এই ওপেনার। এবার আইপিএল কর্ণধার হিসেবে ফিরতে চলেছেন ক্রিকেট মঞ্চে গৌতম গম্ভীর। কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে। গোটাটাই এখন দাঁড়িয়ে আছে বোর্ডের সম্মতির অপেক্ষায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সবুজ সংকেত দিলেই আইপিএল দল দিল্লি ক্যাপিটালস এর যুগ্ম মালিক হিসেবে যুক্ত হয়ে যাবে গৌতম গম্ভীর এর নাম।

যদিও স্বয়ং গৌতম গম্ভীর এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে খুব শীঘ্রই দিল্লি দলের অন্যতম মালিক হতে চলেছেন গৌতম। দিল্লি দলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। বেশ কয়েক বছর দিল্লির হয়ে তিনি আইপিএলের হাল ধরেছিলেন। তারপর তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন। তাঁর নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তবুও দিল্লির সঙ্গে তাঁর সম্পর্কের কোনো রকম ভাঁটা পড়েনি। পরে যদিও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল্লিতে যোগদান করেন গৌতম গম্ভীর কিন্তু সেরকম উল্লেখযোগ্য কোন ইনিংস তিনি গড়তে পারেননি। এবার সেই গৌতম গম্ভীর দিল্লি ক্যাপিটালস এর অন্যতম কর্ণধার হতে চলেছেন বলে খবর।

বর্তমানে দিল্লি ক্যাপিটালস এর মালিক হচ্ছেন দুজন। একজন হচ্ছেন জে এস ডাব্লু স্পোর্টস, অপরজন হচ্ছেন জিএমআর গ্রুপ। গতবছর জে এস ডাব্লু স্পোর্টস গ্রুপ দিল্লি ক্যাপিটালস এর 50% শেয়ার কিনে নিয়েছিল। বাকি 50% শেয়ার ছিল জিএমআর গ্রুপের হাতে। এবার গৌতম গম্ভীর জিএমআর গ্রুপের থেকে ওই 50% শেয়ার কিনে নিতে চলেছেন। আইপিএল গভর্নিং কাউন্সিলের সবুজ সংকেত পেলেই দিল্লি ক্যাপিটালস এর অন্যতম কর্ণধার গৌতম গম্ভীর এর নাম সংবাদ শিরোনামে চলে আসবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সত্যি কথা বলতে কি, গৌতম গম্ভীর এর মালিকানা আসলে নির্ভর করছে বিসিসিআই এর ওপর। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর কমিটি এ বিষয়ে অনুমতি দিলেই গম্ভীর আইপিএল দল কিনতে পারবেন। যেহেতু আইপিএল গভর্নিং কাউন্সিল বিসিসিআইয়ের অধীনে তাই বিসিসিআই এর সবুজ সংকেত অবশ্য প্রয়োজনীয়। গত বছর দিল্লি ক্যাপিটালস এর শেয়ার জে এস ডাব্লু স্পোর্টস কিনেছিল 550 কোটি টাকা দিয়ে। জে এস ডাব্লু দিল্লি দলের দায়িত্ব নিয়েই দলের নাম বদল করে। আগে দিল্লী আইপিএল খেলতে ডেয়ারডেভিলস নাম নিয়ে, পরবর্তীকালে নাম পরিবর্তন হয়ে হয়েছে দিল্লি ক্যাপিটালস। নাম পরিবর্তনের পরেই গত বছর আইপিএলে দিল্লি তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু তার আগে লিগ টেবিলের সব সময় নিচের দিকেই পড়ে থাকত তাঁরা। সুতরাং বলা যায় জে এস ডাবলু স্পোর্টস সংস্থা দিল্লি দলের অংশীদার হওয়ার পর দিল্লি দলে ব্যাপক পরিবর্তন ঘটেছে। তাঁরাই নিয়ে আসে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংকে।

অবশ্য অনেকের মতে গৌতম গম্ভীর যদি দিল্লি ক্যাপিটালস এর অন্যতম কর্ণধার হন, তাহলে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এখন গৌতম গম্ভীর শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটার নন, তিনি একজন বিজেপি সাংসদ। গৌতম গম্ভীর দিল্লি ক্যাপিটালস কেনার ব্যাপারে কোন মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, ‘গত কয়েকমাস ধরেই বিষয়টা নিয়ে কথাবার্তা চলছে। এখন শুধু সময়ের অপেক্ষা। যে কোনওদিন গম্ভীরের নাম ঘোষণা করা হবে।’ এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক হলেন শ্রেয়াস আইয়ার। তাই আশা করাই যায় এবার আইপিএলের মাঠে অন্যরকম কেমিস্ট্রি দেখা যাবে দিল্লি ক্যাপিটালস এ।

গত কয়েক বছর ধরে খারাপ সময়ের মধ্যে থাকা দিল্লি গত মৌসুমের তৃতীয় স্থানে শেষ করেছিল।  ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তরুণ নেতা শ্রেয়াস আইয়ার এবং রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের think-tank অনেকটা বদলে দিয়েছিল দিল্লিকে। এবং এবার এর সাথে যুক্ত হতে চলেছেন গৌতম গম্ভীর। গৌতম অবশ্য এখনো ধারাভাষ্য দেওয়ার সুবাদে ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। এখন দেখার 9 ই ডিসেম্বর কলকাতায় মিনি নিলামের আগে দিল্লির সঙ্গে গৌতম গম্ভীর যুক্ত হতে পারেন কিনা। আপাতত সমগ্র বিষয়টির ওপর নজর রেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!