এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা! কি বললেন তিনি? জেনে নিন

এবার জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা! কি বললেন তিনি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেল বাংলার প্রশাসনিক প্রধানকে। যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, করোনা আবহের মধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হয়। যার ফলে করোনা পরিস্থিতিতে এই শিক্ষানীতি লাগু করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় রাজ্য সরকার। তবে সেই সমস্ত কিছু নিয়ে এতদিন বিবৃতি দিয়ে দেখা গিয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এবার সেই ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলে তার বিরোধিতা করে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, সোমবার মাধ্যমিকড় উচ্চমাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স এবং মাদ্রাসা পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, এদিনের অনুষ্ঠান থেকে 785 জনকে রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আর সেখানেই এই জাতীয় শিক্ষানীতি নিয়ে নিজের অবস্থান জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “নিউ এডুকেশন পলিসিতে নাকি মেধাতালিকা থাকবে না। সব যদি তুলে দেওয়া হয়, মেধা তালিকা যদি না থাকে, তাহলে তো গৌরব থাকবে না। কেন্দ্রীয় সরকার ছাত্র-ছাত্রীদের গৌরব করার জায়গাটা বন্ধ করে দিতে চাইছে। আমরা এই শিক্ষানীতি মানি না। আমরা কেন্দ্রকে চিঠি দিচ্ছি।” অর্থাৎ প্রকাশ্যে এই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে, কোনোভাবেই কেন্দ্রের নির্দেশ মানবে না রাজ্য সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করায় নতুন করে কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে দ্বৈরথ সৃষ্টি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তিনি অনুষ্ঠানে রাজ্যে জয়হিন্দ বিশ্ববিদ্যালয় এবং বাবাসাহেব আম্বেদকরের নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কৃতী পড়ুয়াদের সাহায্যার্থে রাজ্য সরকার সব সময় হাত বাড়িয়ে দেবে বলেও প্রতিটি জেলা প্রশাসনকে বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, “যদি পড়াশোনা করার ক্ষেত্রে আর্থিক কোনো বাধা আসে, তাহলে রাজ্য সরকার সবরকম সাহায্য করবে। এমন যদি কোনো সমস্যা নিয়ে আবেদন আসে, তাহলে তা এক জায়গায় করে শিক্ষা সচিবকে পাঠাতে হবে। তিনি ব্যবস্থা নেবেন।”

সব মিলিয়ে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান থেকে নিজের কেন্দ্র বিরোধী মনোভাবকে আরও শীর্ষে পৌঁছে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা কোথায় গিয়ে পৌঁছয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!