এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার জেলা পরিষদের দখল নিতে সামনাসামনি তৃণমূল ও বিজেপি, কি গেমপ্ল্যান?

এবার জেলা পরিষদের দখল নিতে সামনাসামনি তৃণমূল ও বিজেপি, কি গেমপ্ল্যান?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগেই মালদা জেলা পরিষদ নিয়ে জলঘোলা হয়েছে এবং এখনও তা বর্তমান। প্রসঙ্গত, দলবদলের হাত ধরে বিজেপি দাবী করতে থাকে মালদা জেলা পরিষদ তাঁরা দখল করে নিয়েছে। কিন্তু তৃণমূল বিজেপির দাবি খারিজ করে পাল্টা বলতে থাকে, বিজেপির দাবি সর্বৈব মিথ্যা। তবে এবার ভোটে জেতার পর তৃণমূল আর অপেক্ষা করতে রাজি নয়।

প্রথমে জেলা পরিষদের সভাধিপতির অপসারণ এবং তারপর জেলা পরিষদ দখলের দিকেই এগোচ্ছে শাসক দল। এ প্রসঙ্গে মালদা জেলার তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মন্ডল তৃণমূলের টিকিটে জয়ী হয়ে নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে। অথচ জেলা পরিষদের সভাধিপতির জায়গাটি তিনি ছাড়েননি। তাই এবার গৌড়চন্দ্র মন্ডলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হবে। একই সাথে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।

মালদা জেলা পরিষদের আসন সংখ্যা 39। গত পঞ্চায়েত নির্বাচনের আগে এক প্রার্থী ভোটের আগেই মারা যান। যথারীতি ভোট হয় 38 টি আসনের মধ্যে। তৃণমূলের হাতে আসে 29 টি আসন। বিজেপি পায় একটি আসন, একটি পায় নির্দল এবং দুটি দুটি আসন পায় কংগ্রেস। সেসময় কংগ্রেসের দুই সদস্য তৃণমূলকে সমর্থন করেন।

দলের পক্ষ থেকে গৌরচন্দ্র মন্ডলকে সভাধিপতি করা হয়। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এই গৌরচন্দ্র মণ্ডলসহ 12 জন জেলা পরিষদ সদস্য বিজেপিতে যান। তাঁদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্যভাবে হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। আর তারপরেই বিজেপির পক্ষ থেকে মালদা জেলা পরিষদ তাঁদের দখলে চলে গিয়েছে বলে দাবি করা হয়।

কারণ দলবদলের ফলে মালদা জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা হয়ে যায় 19 এবং তৃণমূল হয়ে যায় 18। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় বলে দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। জেলার যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জানিয়েছেন, ভোটের আগেই বিজেপিতে যাওয়া দুই সদস্য তৃণমূলে ফিরে আসেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে তৃণমূলের আসনসংখ্যা পৌঁছায় কুড়িতে। এরপর বিজেপিতে যাওয়া আরও দুই সদস্য তৃণমূলে ফিরে আসেন। যথারীতি তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় 22। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে সরলা মুর্মু জানিয়েছেন, অনাস্থা হলে তিনি তৃণমূলকে সমর্থন করবেন। পাশাপাশি বিজেপিতে যাওয়া অনেক সদস্য ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা এলে তৃণমূলকে সমর্থন করবেন। তবে কে বা কারা এই সমর্থন দেবেন, সে ব্যাপারে বিশদে কিছু জানা যায়নি। অন্যদিকে বিজেপি কিন্তু তৃণমূলের এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে।

মালদা বিজেপির জেলা সভাপতি গোবিন্দ্রচন্দ্র মন্ডল ইতিমধ্যেই জানিয়েছেন, মালদা জেলা পরিষদ আদৌ কাদের হাতে যাবে তা সময় বলবে। সব মিলিয়ে এখন মালদা জেলা পরিষদ নিয়ে ব্যাপক টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে। অন্যদিকে সরলা মুর্মু ইতিমধ্যেই তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি ফিরে আসলে তাঁর সাথে 6 জন জেলা পরিষদ সদস্যকে নিয়ে ফিরবেন। সব মিলিয়ে মালদা জেলা পরিষদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এখন সেদিকেই থাকবে নজর বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!