এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার যোগী রাজ্যেও খাতা খুলল তৃণমূল, যোগদান দুই হেভিওয়েটের, উচ্চ্বাস ঘাসফুল শিবিরে

এবার যোগী রাজ্যেও খাতা খুলল তৃণমূল, যোগদান দুই হেভিওয়েটের, উচ্চ্বাস ঘাসফুল শিবিরে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার যোগী রাজ্যেও খাতা খুলল তৃণমূল। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দুই হেভিওয়েট। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন উত্তর প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি রাজেশপতি ত্রিপাঠী ও কংগ্রেসের অপর এক নেতা ললিত ত্রিপাঠী। এই দুই হেভিওয়েট নেতার যোগদানে কার্যত উৎসবের মেজাজে ঘাসফুল শিবির। যা যথেষ্ট উজ্জীবিত করেছে তৃণমূলকে। তাই ছট পুজোর পরেই বারানসী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই কংগ্রেস নেতার তৃণমূলে যোগ দেবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে, এই দুজনেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। দলে যোগ দেবার পর এই দুই নেতা তাঁকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবার পর কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠি জানালেন যে, কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে বলেই, কংগ্রেস কর্মীরা বিজেপির সঙ্গে লড়াই করতে পারছেন না। তারা নিজেদেরকে দুর্বল মনে মনে করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা ললিত ত্রিপাঠী জানালেন যে, উত্তরপ্রদেশের মানুষ সচেতন। তাই সময়ে সময়ে নতুন বিকল্প তাঁরা বেছে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব থাকলে তাঁরা নিশ্চিত যে, উত্তরপ্রদেশের মানুষেরাও বিশ্বাস করবেন যে, বিজেপির প্রকৃত বিরোধিতা তৃণমূলই করতে পারে। প্রসঙ্গত, প্রয়াত কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর প্রপৌত্র হলেন কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও ললিত ত্রিপাঠী।

এদিকে প্রিয়াঙ্কা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ললিত ত্রিপাঠী। উত্তরপ্রদেশের নির্বাচনের কয়েক মাস আগেই এই দুই কংগ্রেস নেতার তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেখানেই যাবার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, লক্খনৌ তাঁদের কাছে অচেনা নয়। এলাহাবাদ তাঁরা চেনেন। বাংলা তাঁর হাতের হাতের মুঠোয় আছে। মানুষ যখন চাইছেন, তখন অন্য রাজ্যেও তাঁরা যাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!