এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? জেনে নি কি বললেন তিনি

এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? জেনে নি কি বললেন তিনি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষিত না হলেও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তীব্রভাবে সরব হতে ও অভিযোগ জানাতে শুরু করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বারবার নানা অভিযোগ জানিয়ে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বারবার তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদের বিরুদ্ধে সরব হলেন তীব্রভাবে।

সম্প্রতি উত্তর দিনাজপুর জেলায় বিজেপির বেশকিছু দলীয় কর্মসূচি উপলক্ষে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় চায়ে পে চর্চার কর্মসূচিতে যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতা সায়ন্তন বসু, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার প্রমুখরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

চায়ে পে চর্চার অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের ওপর আক্রমণ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্যের আইএস, আইপিএসদের ডেকে পাঠানোর বিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিঠির প্রসঙ্গ তোলা হলে, সাংসদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর সম্পর্কে প্রশ্ন করলেন যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কে এই হরিদাস পাল? তিনি রাজ্যের একজন এমপি, তাঁর এ ব্যাপারে কথা বলার কোন অধিকার আছে? বলে প্রশ্ন করেছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, আগামী নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তাঁকে বাড়ি পাঠিয়ে দেয়া হবে। তিনি আরও জানিয়েছেন যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর পাঠানো চিঠি দিল্লিতে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে আজকে পশ্চিমবঙ্গের মুখ ভাইপো, দিদি আর একজন খ্যাপাটে আইনজীবী। তিনি অভিযোগ করেছেন যে, এই লোকগুলি যেমন রাজ্যকে ডুবিয়েছে, তেমনভাবে তৃণমূল দলকেও ডোবাচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে, এরা আইন জানেন না, এরা সংবিধান জানেন না। এরা রাজ্যপালের বিরুদ্ধে কেস করার কথা বলে। এরা জানেনা যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর যেকোনো সময় ডেকে পাঠাতে পারে আইএএস, আইপিএসদের। তিনি অভিযোগ করেছেন যে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিএম, এসপিরা ডাকলে যান না। এরপর তিনি জানালেন যে, সবে তো ডাক এসেছে, এরপর কি হয় তা দেখতে।

সম্প্রতি হালিশহরে জনৈক বিজেপি কর্মীর হত্যার ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন যে, তৃণমূল দলটা পুরোটাই এখন দুষ্কৃতিকারীদের দল হয়ে উঠেছে। এর সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশকে ‘নপুংসক’ বলে মন্তব্য করলেন তিনি। তাঁর কথায়, ” এই রাজ্যের পুলিশ নপুংশক হয়ে আছে, রাজ্যে যে খুন খারাপি চলছে তার একটা সীমা আছে। আমি বলে দিচ্ছি এই ডিসেম্বরের পর থেকে উল্টো মার শুরু হবে “। এভাবেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শাসকদল তৃণমূল, রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্রভাবে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!