এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার কার হাতে যেতে চলেছে উত্তরপ্রদেশ? প্রকাশ হলো বিশেষ সমীক্ষার রিপোর্ট

এবার কার হাতে যেতে চলেছে উত্তরপ্রদেশ? প্রকাশ হলো বিশেষ সমীক্ষার রিপোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর ভারতের যে রাজ্যগুলিতে রয়েছে বিধানসভা নির্বাচন, তার মধ্যে অন্যতম হলো উত্তর প্রদেশ। একসময় বলা হতো, উত্তর প্রদেশ যার, দিল্লি তার। যদিও বেশ কয়েকবার এর ব্যতিক্রম ঘটেছে। কিন্তু লোকসভায় ক্ষমতা ধরে রাখতে গেলে এই রাজ্যের গুরুত্ব যে অপরিসীম, তা অস্বীকার করার উপায় নেই। তাই বিজেপি যেমন রাজ্যটি ধরে রাখতে চায়, তেমনি রাজ্যের ক্ষমতা দখলের দিকে অগ্রসর সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি।

এই পরিস্থিতিতে এবিপি ও সি ভোটার একটি সমীক্ষা প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, বিজেপির আসন সংখ্যা গতবারের তুলনায় এবার অনেকটাই কমে যাবে। কিন্তু এর পরও ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি। বিজেপির আসন সংখ্যা ২১৭ থেকে ২২১ এর মধ্যে থাকবে।
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি বড়োসড়ো লড়াই দেবে। তাদের অভ্যুর্থান একেবারে চোখে পড়ার মতো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১৫২ থেকে ১৬০ টি আসন দখল করতে পারে সমাজবাদী পার্টি। তবে তা হলেও ক্ষমতা দখল থেকে অনেকটাই দূরে থাকতে হবে তাদের। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের যথেষ্ট সুবিধা হবে। কিন্তু কংগ্রেসের আসন ৬ থেকে ১০ এর মধ্যেই থাকবে। মায়াবতীর দল বহু জন সমাজ পার্টি ক্ষমতা থেকে অনেকটাই দূরে থাকবে। যাদের আসন সংখ্যা থাকতে পারে ১৬ থেকে ২০ এর মধ্যে।

আবার ভোট শতাংশের বিচারে বিজেপি পাবে পেতে পারে ৪১%, সমাজবাদী পার্টি ৩১%, বহু জন সমাজ পার্টি ১৫ শতাংশ, ৯% কংগ্রেস।
মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় সবার আগে রয়েছেন যোগী আদিত্যনাথ। ৪১ শতাংশ মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, অখিলেশ যাদবকে দেখতে চান ৩২ শতাংশ মানুষ, মায়াবতীকে দেখতে চান ১৬ শতাংশ মানুষ, প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে চান মাত্র ৫ শতাংশ মানুষ।

এভাবে উত্তর প্রদেশকে নিয়ে যে সমীক্ষা বের করেছে এবিপি ও সি ভোটার। তা গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন যুগিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সমীক্ষকরা দাবি করেছেন, তাদের এই সমীক্ষাতে ভুলত্রুটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্লাস মাইনাস ৩ শতাংশ থেকে ৫ শতাংশের মধ্যে থাকবে ভুলত্রুটির সম্ভাবনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!