এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কর্নাটকেও আতসবাজি বিক্রি ও পোড়ানোয় নিষেধাজ্ঞা, ক্রমশ বাড়ছে করোনা সচেতনতা,

এবার কর্নাটকেও আতসবাজি বিক্রি ও পোড়ানোয় নিষেধাজ্ঞা, ক্রমশ বাড়ছে করোনা সচেতনতা,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবছর করোনা আবহে দেশজুড়েই আতশবাজি পোড়ানো বন্ধের কথা প্রথম থেকে বলে আসছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। করোনা যেহেতু মানুষের শ্বাসযন্ত্রকে ক্ষতি করে বেশি, তাই সেখানে আতশবাজির ধোঁয়া ও মানুষের শ্বাসযন্ত্রের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এবার দক্ষিণের রাজ্য কর্ণাটকের পালা। এবার কর্ণাটকেও আতশবাজি পোড়ানো ও বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি করল ইয়েদুরাপ্পা সরকার। ইতিমধ্যেই রাজস্থান, দিল্লি, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য করোনা আবহে আতশবাজি বিক্রি এবং পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আর এবার নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক রাজ্য। প্রসঙ্গত, দেশের একাধিক রাজ্যের মত কর্ণাটকেও কিন্তু করোনার আধিক্য বিপজ্জনক আকার নিয়েছে ইতিমধ্যেই। কর্নাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে প্রায় সাড়ে আট লক্ষ্যের কাছাকাছি। 11 হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই করোনার আঘাতে। মূলত আতশবাজির ধোঁয়া মারাত্মক ক্ষতি করতে পারে করোনা রোগীদের বলে মনে করছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, যাদের মধ্যে করোনার উপসর্গ কম রয়েছে, তাঁদেরও আতশবাজির ধোঁয়ায় ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা। তাই প্রথম থেকেই চিকিৎসকরা ও বিশেষজ্ঞরা এ বছরের জন্য আতশবাজি পোড়ানো বন্ধের আবেদন জানিয়েছেন।

ইতিমধ্যে রাজস্থান, দিল্লি, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আসন্ন দীপাবলি উপলক্ষে আতশবাজি ব্যবহারের ওপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই বছরের মতো দীপাবলিতে আতশবাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হাইকোর্টের তরফ থেকে এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছে পুলিশ প্রশাসনকে। এর আগে অবশ্য রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবছর বাজি পোড়ানো বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। তবে তাতে বিশেষ কাজ হচ্ছিল না। তাই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট পদক্ষেপ গ্রহণ করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নিউ নর্মাল পরিস্থিতি আসলে কিন্তু করোনা আতঙ্ক এখনো যায়নি। বিশেষজ্ঞরা ইতিমধ্যে আশঙ্কা করছেন, দেশজুড়ে উৎসবের মরসুমের সমাপ্তিতে করোনা আবার দ্বিগুণ শক্তিতে ফিরে এসে ভয়াবহ পরিস্থিতি তৈরী করতে পারে।  দেশজুড়ে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 84 লক্ষ্য। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় 1 লক্ষ 25 হাজারের বেশি মানুষের। আর তাই এবছর উৎসবের মরসুমে সাধারণ মানুষকে অনেক বেশি সজাগ থাকার আবেদন জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে করোনা সচেতনতা বৃদ্ধিতে যেভাবে দেশের একের পর এক রাজ্য এ বছরে আতশবাজি পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে হয়ত কিছুটা করোনাবস্থাকে সামলানো যাবে। অন্যদিকে অবশ্য দেশজুড়ে বাজি বিক্রেতাদের ক্ষোভ ধরা পড়েছে ইতিমধ্যেই। বাজি বিক্রেতারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, হঠাৎ করে বাজি কি করে দায়ি হতে চলেছে করোনার জন্য? প্রশ্ন উঠলেও অবশ্য নিষেধাজ্ঞা আলগা হওয়ার ব্যাপারে কোন হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!