এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার কি একেবারে তেড়েফুঁড়ে নামতে চলেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি? বিশেষ বৈঠকে বাড়ছে জল্পনা

এবার কি একেবারে তেড়েফুঁড়ে নামতে চলেছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি? বিশেষ বৈঠকে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় ধরে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন তথাগত রায়। পরবর্তীতে তিনি প্রথমে ত্রিপুরা পরে মেঘালয়ের রাজ্যপাল হয়েছিলেন। রাজ্যপাল হওয়ার কারণে প্রত্যক্ষ রাজনীতি থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন তিনি। রাজ্যপালের মেয়াদ শেষে গত বছর আবার ফিরে এসেছেন দলে। তবে আগের মত সক্রিয় ভূমিকায় আর তাঁকে দেখা যায় না। আবার, দলের বিরুদ্ধে একাধিকবার নানা বিস্ফোরক অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়াতে। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করলেন তিনি। বেশ কিছু পরামর্শও দিয়েছেন রাজ্য বিজেপিকে। যা থেকে অনেকেই মনে করছেন যে, এবার আবার তিনি সক্রিয় ভূমিকায় দলে নামতে চলেছেন।

গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতা তথাগত রায়। মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তরে এই বৈঠক চলে। বৈঠকের পর তিনি জানিয়েছেন যে, রাজ্য বিজেপির সংগঠন নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি সুকান্ত মজুমদারকে। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর অনেকে মনে করছেন যে, এবার আবার তিনি সক্রিয়ভাবে মাঠে নামতে চলেছেন। দীর্ঘদিন ধরে রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি, পরবর্তীকালে সামলেছেন রাজ্যপালের দায়িত্বভার। রাজনীতিক্ষেত্রে তাঁর একটা ব্যাপক অভিজ্ঞতা আছে, তাই তিনি দলে সক্রিয় ভূমিকা গ্রহণ করলে, তা থেকে লাভবান হবে বিজেপি, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, একাধিকবার দলের বিরুদ্ধে তোপ দেগে দলকে অপ্রস্তুতও করে দিয়েছেন তথাগত রায়। গতকাল কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন তিনি। টুইট করে তিনি জানিয়েছেন, তৃণমূল বিজেপি তৃণমূল দলবদলু মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল, তৃণমূল বিজেপি তৃণমূল দলবদলু রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। বিজেপি তাঁদের এমন পদ দেবার পরেও, তাঁরা জাহাজ বদল করেছেন, তৃণমূলে ফিরে গেছেন। তিনি প্রশ্ন করেছেন, তাকে কি কেউ বলতে পারবেন, যে হচ্ছেটা কি? তিনি জানেন না।

যে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বিজেপির বিরোধিতা করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে দলের বিরুদ্ধে কটাক্ষ করেছিলেন, দলের বৈঠকে
অনুপস্থিত থেকে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তাঁকেই দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়া নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন তিনি। রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ইতিপূর্বে কটাক্ষ করেছেন তিনি। গতকাল আবার তাঁকে কটাক্ষ করে তিনি জানালেন যে, কৈলাস বিজয়বর্গীয়কে ঘৃণা করেন তিনি। তাঁর এই বক্তব্য দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যে, এ বিষয় নিয়ে তিনি কোনো রকম মন্তব্য করতে ইচ্ছুক নন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!